উস্তাদ আমি বিবাহিত। ১.৫ বছর বিয়ের বয়স। বিয়ের আগে আমি হেদায়েত প্রাপ্ত হই, আলহামদুলিল্লাহ। তবে তখন হালাল হারাম সম্পর্কে তেমন বুঝতাম না। এখন কিছুটা বুঝি,তো আমার মা মানুষকে টাকা দিয়ে সুদ নেয়। এটা তো হারাম টাকা? এই হারাম টাকার জন্য কি তাদের সব সম্পদ,টাকা হারাম হয়ে যাবে?আমি অনেক বার মাকে বুঝিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি, উনি বলেন যে খেয়ে নেই পরকালে যা হবার হবে।সেক্ষেত্রে আমি আমার মা বাবার সাথে কি করে আত্নীয়তার সম্পর্ক রক্ষা করবো। তাদের দেওয়া জিনিস পত্র,টাকা নেওয়া কি আমার জান্য জায়েজ হবে? আমার কোনো ভাই নেই বাবা বাইরে থাকেন মা একায় থাকাতে বেশিরভাগ সময়ই বাবার বাড়িতে থাকতে হয়। তাই বাবার বাড়ি না যেয়ে থাকা তাও সম্ভব না।আর মানুষের চাষের জমি বন্ধক নিয়ে চাষ করে খাওয়া,ব্যাংকে টাকা রেখে সেখান থেকে প্রফিট নেওয়া কি জায়েজ হবে? আমার মা বাবার এগুলোও আছে।