আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার ইররেগুলার পিরিয়ডের সমস্যা আছে। এ মাসে সময়মতো হওয়ার পর ইস্তেহাযার সমস্যা দেখা দিয়েছে।( আমার নিয়মিত ইস্তেহাযা থাকে না,কয়েকমাস পর কখনো কখনো দেখা যায়,আবার ৫/৬ দিন পর সুস্থ হয়ে যাই) সাধারণত আমার ৮ দিন পিরিয়ড থাকে। ৮ম দিন শেষ হয়ে এখন ৯ম দিন চলছে। যেহেতু ১০দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়,তাই এখনো সালাত শুরু করিনি। তবে আমি নিশ্চিত এবার ইস্তেহাযা হবে। ইত:পূর্বে পিরিয়ড শুরু হওয়ার আগে আমি আগের রমাদানের কাফফারার ৩৪ টি রোজা রেখেছিলাম। এখন তা বন্ধ রেখেছি। আমার প্রশ্ন হচ্ছে,যেহেতু আমি আগে থেকেই নিশ্চিত এবার ইস্তেহাযা হবে কিন্তু আমি ৮ম দিনে সালাত শুরু করিনি, এখন আমার হিসেব কি ভুল হয়েছে? বা আমার কি ৮ম দিন থেকেই সালাত,রোজা শুরু করা উচিত ছিলো? আর যদি উচিত হয়ে থাকে,এক্ষেত্রে কি কাফফারার রোজার ধারাবাহিকতা ভেঙ্গে গিয়েছে? দ্রুত জানালে খুব মুনাসিব হয়,এ বিষয়ে জটিলতার মধ্যে আছি।
এই প্রশ্নটা গত মাসেও করেছিলাম কিন্তু উত্তর পাইনি। এবার আবারো একই সমস্যা দেখা দিয়েছে। উত্তর জানাটা খুবই জরুরি।
জাযাকাল্লাহু খইর