প্রিয় মুফতি সাহেব,
আসসালামু আলাইকুম
ধরুন, আমার একটি ওয়েবসাইট আছে। সেখানে বিভিন্ন কাজ যেমন ওয়েব ডিজাইন , এস ই ও, আর্টিকেল লেখার কাজ ইত্যাদি থাকে। এখন কোন ক্রেতা আমার ওয়েবসাইটে এসে এসব কাজ অর্ডার করে ক্রয় করতে পারবে। এখন আমি যদি এসব কাজ নিজে না করে কন তৃতীয় পক্ষ দিয়ে কাজ করে ক্রেতাকে অর্ডার ডেলিভারি দেই এতে কি কোন সমস্যা আছে?