ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
জবাবঃ-
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ফেইসবুকে আমার একটি একাউন্ট ছিলো। সেই একাউন্ট দ্বারাই আমি ফেইসবুকের সাড়া
জাগানোর ফেকহি গ্রুপ "দৈনন্দিন জিজ্ঞাসা ও শরয়ী সমাধান" এ কাজ করতাম।
এটা ২০১৪ এর কথা।তখন কিছু দিনের ভিতরই আমার ফ্রেন্ড লিস্ট ফুল হয়ে যায়।ফেইসবুকের
নীতিমালার কারণে আর ফ্রেন্ড গ্রহণ করা যাচ্ছে না।তখন কিছু শুভাকাঙ্ক্ষীদের
পরামর্শে একটি ফেইসবুক পেইজ খোলার উদ্যোগ গ্রহণ করি। এবং যেহেতু ফিকহ ও ফাতাওয়া
দ্বীন ইসলামের গুরুত্বপূর্ণ ও আত্মবিশ্বাস জাগানিয়া কাজ, তাই
বড়দের পরামর্শে দ্বীনি ভঙ্গিমায় পরিচয়
মূলক একটি প্রুফাইল পিকছার তাতে সংযুক্ত করি।
সবিশেষ বলছি, আপনার
উল্লেখকৃত পেইজ আমার-ই। আমার দ্বারা-ই নিয়ন্ত্রিত। জাযাকুমুল্লাহ।
এখন প্রসঙ্গত ভিন্ন একটি কথার দিকে আমরা যাচ্ছি, ফেইসবুক
ব্যবহার সম্পর্কে ইসলাম কি বলে?
প্রতিউত্তরে বলা যায় যে,
“প্রত্যেক বস্তুর মৌলিকত্ব হল তা জায়েজ হবে”।
{আলকাওয়ায়িদুল ফিক্বহিয়্যাহ আব্দুল আজীজ আজ্জামকৃত, কায়দা
নং-৫}
পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে-
قُلْ
مَنْ حَرَّمَ زِينَةَ
اللَّهِ الَّتِي أَخْرَجَ
لِعِبَادِهِ وَالطَّيِّبَاتِ مِنَ الرِّزْقِ
আপনি বলুনঃ আল্লাহর সাজ-সজ্জাকে,
যা তিনি বান্দাদের জন্যে
সৃষ্টি করেছেন এবং পবিত্র খাদ্রবস্তুসমূহকে কে হারাম করেছে? {সূরা আরাফ-৩২}
এ আয়াত প্রমাণ করে যে, আল্লাহ যে সমস্ত জিনিষ
কোরআনে হারাম ঘোষণা করেছেন, সেই সমস্ত জিনিষ ব্যতীত
অন্যান্য জিনিষকে দলীল ব্যতীথ হারাম ঘোষণা করা যাবে না।
হাদীসে এসছে-
عَن
أَبِي الدَّرْدَاءِ، رَضِي
اللَّهُ عَنْهُ، قَالَ:
قَالَ رَسُول اللهِ
صَلَّى اللَّهُ عَلَيه
وَسَلَّم: مَا أَحَلَّ
اللَّهُ فِي كِتَابِهِ
فَهُوَ حَلالٌ وَمَا
حَرَّمَ فَهُوَ حَرَامٌ
وَمَا سَكَتَ عَنْهُ
فَهُوَ عَفْوٌ فَاقْبَلُوا مِنَ
اللَّهِ عَافِيَتَهُ فَإِنَّ
اللَّهَ لَمْ يَكُنْ
لِيَنْسَى شَيْئًا، ثُمَّ
تَلا هَذِهِ الآيَةَ:
{وَمَا كان ربك
نسيا}
হযরত আবু দারদা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, আল্লাহ
তাআলা স্বীয় কিতাবে যা হালাল করেছেন,
তা হালাল, আর
যা হারাম করেছেন, তা হারাম। আর যেসব বিষয়ে
কিছু বলেননি, তা ক্ষমাকৃত। আল্লাহর
মার্জনা গ্রহণ কর। নিশ্চয় আল্লাহ তাআলা [যা উল্লেখ করা প্রয়োজন] তা কখনোই ভুলে যান
না। তারপর তিনি তিলাওয়াত করলেন এই আয়াত- “তোমাদের রব কখনো ভুলে যায়
না” [সূরা মারিয়াম-৬৩]। {মুসনাদুল বাজ্জার, হাদীস
নং-৪০৮৭, মুসনাদুশ শামীন,
হাদীস নং-২১০২, মুস্তাদরাকে
হাকেম, হাদীস নং-৭১১৩,
সুনানে নাসায়ী কুবরা, হাদীস
নং-১৯৭২২}
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই-বোন!
ফেইসবুক ব্যবহার জায়েয। তবে এর মাধ্যমে অবৈধ কাজে জড়ানো যাবে না। দ্বীনি
প্রচারের উদ্দেশ্যে ফেইসবুক চালালে এদ্বারা সওয়াবের আশাও রাখা যাবে।