আমার আগের করা প্রশ্ন
https://ifatwa.info/127870/
শাইখ আপনার প্রশ্ন ছিলো
(০১)প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি যদি তালাকে তাফওইজের ক্ষমতাবলে নিজের নফসের উপর তালাক প্রদান করে থাকেন,সেক্ষেত্রে তালাক পতিত হয়ে গিয়েছে।
এক্ষেত্রে ৩ হায়েজ অতিবাহিত হওয়ার পর আপনি অন্যত্রে বিবাহ বসতে পারবেন।
(০২)
এখানে আপনি কাকে তালাক দিয়েছেন,সেটি স্পষ্ট করেননি।
আপনি কি স্বামীকে তালাক দিয়েছেন? নাকি আপনি নিজেকে তালাক দিয়েছেন?
সেটি আগে স্পষ্ট করুন।
★★আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই,
আমার পাঠানো তালাক নোটিশে অনেক কিছু বিস্তারিত লিখা হয়েছে যে কারণে আমি বিচ্ছেদ ঘটাইলাম সেসব কারণ ও উভয়ের পিতা-মাতার নাম ঠিকানা ইত্যাদি সাধারণত তালাক নোটিশে যা লিখা হয়ে থাকে তেমন করে , সেই সাথে লিখা হয়েছে মুসলিম পারিবারিক আইনমতে- স্বামীর নাম লিখে ( মুহাম্মাদ..ত** বা**) কে তালাক তফওইজ প্রদান করিলাম আরেক জায়গায় লিখা হয়েছে স্বামী নাম (মুহাম্মাদ ত*...বা*) কে তালাক প্রধানপূর্বক বিবাহবিচ্ছেদ ঘটাইলাম। মোট কথা সব জায়গায় স্পষ্ট তার নাম উল্লেখ করে এভাবে লিখা হয়েছে এবং মুসলিম আইন অনুযায়ী কোর্ট তালাক নোটিশ পাঠানো হয়েছে। আমার স্বামী আমাকে অনেক উল্টাপাল্টা কথা বলে, উনি বলে আমার তালাক নোটিশ ঠিক মতন লিখা হয়নি তাই এটা বাতিল এসব বলে আমাকে কথা শোনায় খারাপ ভাষা ব্যবহার করে এবং অস্বীকার করে উনি কাগজ পাননি এবং কাগজে সঠিক ভাবে লিখা হয়নি অথচ উনার ঠিকানায় কাগজ পাঠানো হয়েছে+ উনার সাথে আমার যখন কথা হয় আমি নোটিশ পাঠানোর ২মাস পর আবারও তাকে তালাক নোটিশের ছবি পাঠাই সকল পৃষ্ঠার এবং তা দেখে উনি অস্বীকার করে । আমি জানতে চাই সঠিক ভাবে লিখা হয়েছে কি নোটিশে এবং তালাক হয়েছে কি আমাদের?
★ শাইখ আমার আরেকটা প্রশ্ন আমার স্বামী আমার
২বছর ৪ মাসের শিশুকে রেখে দিয়েছে, আর আমার
সন্তানের খোঁজ খবর নিতে দেয়না, তার মা ( আমার শাশুড়ীকে) কল দিতে নিষেধ করেছে, এবং কল দিলে তারা কল ধরেনা আমি আমার সন্তানের খোঁজ খবর নিতে পারিনা, সন্তানের আওয়াজ অব্দি শোনা থেকেও বঞ্চিত! আমার সন্তান থেকে দূরে রেখেছে, দেখা সাক্ষাৎ যেনো না করি, আমার ছায়াও যেনো না পরে এসব ধরনের কথা বলে হুমকি স্বরুপ! এসব জুলুম করছে
ইসলাম কি বলে এ বিষয়? এবং এর শাস্তি কি?
★ আমার আরেকটা প্রশ্ন একটি দাম্পত্য বিচ্ছেদ হওয়ার পর সন্তান কার কাছে থাকবে এবং বিচ্ছেদ হওয়ার পর পিতা- মাতার করণীয় কি সন্তানের জন্য, ইসলাম কি বলে এ বিষয়?