আসসালামু আলাইকুম শাইখ,
আমার বাবা মারা গেছেন ২০২১ সালে | আমার মা জীবিত রয়েছেন, বড় বোন আছেন; এবং আমি একমাত্র ছেলে | আমরা জমির মালিক হিসেবে ৪টি ফ্ল্যাট রেখে ৩টি ফ্ল্যাট মামার কাছে ডেভেলপার হিসেবে বিক্রি করছি | এর মধ্যে ২টি ফ্ল্যাট ১২৫০ স্কয়ারে ফুট হিসেবে ২ ইউনিট করে ৪টি ফ্ল্যাট বানানো হবে | আর বাকি ২টি ফ্ল্যাট ২৫০০ স্কয়ার ফুট হিসেবে ১ ইউনিট করে ২টি ফ্ল্যাট হবে | আমার প্রশ্ন হলো কোরআন হাদিস শরিয়াহ আইন অনুযায়ী আমরা কে কয়টি ফ্লাট পাবো তার একটি লিখিত হিসেব দিলে উপকৃত হবো ! জাজাকাল্লাহু খায়রান শাইখ !