আসসালামু আলাইকুম
১) কেউ সময় বা যুগকে খারাপ বললে কি শিরক হয়?
২) একটি সীরাত প্রতিযোগিতা হবে যেখানে আয়োজক যে বইয়ের নাম বলেছেন পরীক্ষার জন্য। পরে সেই বইয়ের পিডিএফ দিয়েছেন গ্রুপে। বইয়ের প্রকাশনী প্রতিযোগিতা স্পন্সর করতেছে নাকি এ ব্যাপারে সুস্পষ্ট জানা নাই। আর এ প্রতিযোগিতায় ঐচ্ছিক ডোনেশন আছে। এখন ইসলামের আলোকে এই সীরাত প্রতিযোগিতা কি সঠিকভাবে হচ্ছে?
৩) ২ নং প্রশ্নের প্রতিযোগিতায় বইয়ের পিডিএফ এভাবে দেয়ার জন্য যদি নাজায়েজ হয়। সেক্ষেত্রে কেউ ঐ বইয়ের পিডিএফ না পড়ে অংশগ্রহণ করলে কি প্রতিযোগিতা অংশ নেয়া এবং পুরষ্কার জিতলে তা গ্রহণ কি হালাল হবে?
৪) কেউ যদি সিজদায় দুই পা কিবলামুখী অবস্থায় রাখে এবং দুই পায়ের গোড়িলর মধ্যে যদি ফাঁকা রাখে তাহলে কি তার সিজদা হবে?
জাযাকাল্লাহু খাইরান