ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা'আলা বলেন,
لاَ يُكَلِّفُ اللّهُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।
যদি সাধারণ শিক্ষকতার চাকরিও করতে চাই তাহলেও অনার্স তো দরকার। তাছাড়া এখন নতুন কোন বিষয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মতো আর্থিক অবস্থা বা সুযোগ কোনটিই আমার নেই।(সূরা বাকারা-৮৬)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি বলেছেন,
"যদি সাধারণ শিক্ষকতার চাকরিও করতে চাই তাহলেও অনার্স তো দরকার। তাছাড়া এখন নতুন কোন বিষয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মতো আর্থিক অবস্থা বা সুযোগ কোনটিই আমার নেই।"
এর আলোকে আমরা পরামর্শ দিবো,
মুর্তি কখনো বানাতে পারবেন না।যথাসম্ভব মুর্তি বানানো থেকে বেঁচে থাকতে।এর জন্য প্রাণপন চেষ্টা করতে হবে।
এছাড়া যদি কখনো ছবি ইত্যাদি বানাতে হয়,তাহলে ইস্তেগফারের সাথে বানাতে বা আখতে পারবেন।তবে ভবিষ্যতে এরকম কোনো চাকুরী করতে পারবেন না।বরং হালাল কোনো চাকুরীতে জয়েন হতে হবে।