আসসালামু আলাইকুম,,আমি একজন অবিবাহিত মেয়ে,আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে এইজন্য আমি ইস্তিখারা করি,তো সেদিন রাতে স্বপ্নে দেখি যে,আমি এক বালতি কাপড় রোদে শুকানোর জন্য মেলে দিচ্ছি।এর মধ্যে সাদা ওড়না এবং রঙিন কাপড় ছিল।এর ব্যাখ্যা কি হতে পারে।
এর দ্বারা কি বুঝতে পারবো,,তিনি আমার জন্য কল্যাণকর কি না?
পাত্র ধার্মিক যতটুকু শুনেছি।