আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,
১) উস্তায আমি বারবার স্বপ্নে দেখি যে, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, হয় লেইট হয়ে পরীক্ষা দিতে পারিনা, আর নাহয় পরীক্ষা টা গতকাল চলে গেছে, এমন হয় । ঘুমের মধ্যে হাঁসফাঁস করতে থাকি । বারবার দেখতেছি এই স্বপ্ন টা কয়েকদিন পরপর
২) আর সাপ দেখি অনেক, বারবার দেখি, সপ্তাহে ধরতে গেলে ৪/৫দিনই দেখি, অনেক ভয় করে, ঘুমের মধ্যে পাশবালিশ ছুঁড়ে মারি এমন অবস্থা হয় ।
৩) আর আজ স্বপ্নে দেখলাম, আমি অনেক বেশি খাচ্ছি, অনেক ।
৪) উস্তায আগে আমি অনেক ভালো স্বপ্ন দেখতাম, ব্যাখ্যা অনেক উত্তম হতো । কিন্তু এখন দেখিনা কেন?