السلام عليكم و رحمة الله و بركاته
সম্মানিত শাইখ,
আমি আজকে ওযু করে নামাজ শেষ করার পর দেখি আমার পায়ের তালুতে একটা ভাত ভর্তা হয়ে আঠার মত লেগেছিল ।
এই অবস্থায় কি নামাজ আবার আদায় করতে হবে? একটু জানালে উপকৃত হতাম।
আর যদি নামাজ দোহরাতে হয় তবে এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত অপেক্ষা করার কারণে কি গুনাহগার হবো?