আমি তাহাজ্জুদের সালাত শুরু করি ফজর শুরু হওয়ার ১০ মিনিট আগে। লম্বা করে নামাজ আদায় করায় ২ রাকাত নামাজ শেষ করতে ফজরের ওয়াক্ত শুরু হয়ে ৩ মিনিট সময় পার হয়ে যায়। এক্ষেত্রে আমার তাহাজ্জুদ কি আদায় হয়ে যাবে?
দিনটি ছিল ১০ সেপ্টেম্বর, ২০২৫। আমি সালাত শুরু করি ৪ টা ১৬ মিনিট এ এবং শেষ করি ৪ টা ৩০ মিনিটে। সেদিন ফজরের ওয়াক্ত শুরু হয় ৪ টা ২৭ মিনিটে। আমার সালাত কি আদায় হয়ে যাবে?