আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
24 views
in সালাত(Prayer) by (36 points)
আসসালামুয়ালাইকুম,

উলামায়ে কেরাম এর মত অনুসারে নামাজের অনেকগুলো ওয়াজিব অথবা ফরজের মধ্যে একটি ফরজ / ওয়াজিব হলো জোরের জায়গায় জোরে পড়া এবং আস্তের জায়গায় আস্তে পড়া।এটা সম্ভবত জামায়াতের সাথে আদায়কালীন মাস'আলা।


সাহাবায়ে কেরাম রাযিয়াল্লাহু আনহুম আজমাইন নামাজের মধ্যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর পঠিত দোয়া / নির্দিষ্ট সুরা/ আয়াত সম্পর্কে অনেক বর্ণনা করেছেন।

এমনকি সিজদায় পঠিত দোয়াও বর্ণনা করেছেন। সিজদায় সাধারণত চুপিচুপি পাঠ করা হয়। যা স্বাভাবিকভাবে শোনা যাওয়ার কথা নয়। সাহাবায়ে কেরাম (রা.) এগুলো কীভাবে সংগ্রহ করেছিলেন?

আমার প্রশ্ন একজন মেয়ে তার একাকী নামাযে কতটা জোরে তিলাওয়াত করতে পারবে? চুপিচুপি পাঠ করলে অনেক সময় মনে হয় সঠিকভাবে উচ্চারণ হচ্ছে না।

1 Answer

0 votes
by (705,480 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নামাযে নিম্নস্বরে কেরাতের সর্বনিম্ন সীমা হল, জবান নাড়িয়ে তেলাওয়াত করা।এ বিষয়ে সবাই একমত।তবে আওয়াজ কি নিজ কান দ্বারা শ্রবণ শর্ত? এ সম্পর্কে উলামায়ে কেরামদের মধ্যে মতবিরোধ রয়েছে।যা আমরা ইতিপূর্বে দেখেছি।বিশুদ্ধ কথা হল,নিম্নস্বরে তেলাওয়াত এমনভাবে করতে হবে, যাতে নিজ কর্ণ দ্বারা শ্রবণ করা যায়।এবং এটাই উত্তম। এবং ইহাই নামাযকে ফাসাদ থেকে বাঁচিয়ে রাখার সতর্কতামূলক পদক্ষেপ।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2570

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
একাকি ফরয নামাযে মাগরিব এশা ও ফজরের নামাযে মুসল্লির এখতিয়ার রয়েছে। চাইলে সে উচ্ছস্বরেও তিলাওয়াত করতে পারে আবার চাইলে নিম্নস্বরেও তিলাওয়াত করতে পারবে। 

নারীরা কিভাবে তিলাওয়াত করবে? এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/21219

সুন্নত নামাযে উচ্ছস্বরে পড়তে হবে না নিম্নস্বরে পড়তে হবে? এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1517

একজন মেয়ে একাকী নামাযে এতটুকু উচ্ছস্বরে পড়বে যে, হরফগুলো সঠিকভাবে উচ্ছারিত হয় এবং নিজ কান দ্বারা শ্রবণ করা যায়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযের পদ্ধতি সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। কখনো কখনো এতটুকু উচ্ছস্বরে পড়তেন যে, পাশের জন শুনতে পেত।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...