আসসালামুয়ালাইকুম,
উলামায়ে কেরাম এর মত অনুসারে নামাজের অনেকগুলো ওয়াজিব অথবা ফরজের মধ্যে একটি ফরজ / ওয়াজিব হলো জোরের জায়গায় জোরে পড়া এবং আস্তের জায়গায় আস্তে পড়া।এটা সম্ভবত জামায়াতের সাথে আদায়কালীন মাস'আলা।
সাহাবায়ে কেরাম রাযিয়াল্লাহু আনহুম আজমাইন নামাজের মধ্যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর পঠিত দোয়া / নির্দিষ্ট সুরা/ আয়াত সম্পর্কে অনেক বর্ণনা করেছেন।
এমনকি সিজদায় পঠিত দোয়াও বর্ণনা করেছেন। সিজদায় সাধারণত চুপিচুপি পাঠ করা হয়। যা স্বাভাবিকভাবে শোনা যাওয়ার কথা নয়। সাহাবায়ে কেরাম (রা.) এগুলো কীভাবে সংগ্রহ করেছিলেন?
আমার প্রশ্ন একজন মেয়ে তার একাকী নামাযে কতটা জোরে তিলাওয়াত করতে পারবে? চুপিচুপি পাঠ করলে অনেক সময় মনে হয় সঠিকভাবে উচ্চারণ হচ্ছে না।