আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
33 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (27 points)
edited by
তিরমিজি তে প্রখ্যাত তাবেয়ী মুজাহিদ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন ইবনে আব্বাস কে এমন ব্যাক্তি সমপ্ররকে জিজ্ঞাসা করা হয়েছে, যে দিনে সাওম রাখে রাত্রে ইবাদাতে মগ্ন থাকে কিন্তু জুমা' ও জামাতের সালাতে উপ্সস্থিত হয়না তার হুকুম কি?৷ তিনি বলেন, সে জাহান্নামি!

এখানে কে জাহান্নামি কে জান্নাতি এটাত বলা মানুষের পক্ষে সম্ভব না, তাই একভাইয়ের প্রশ্ন ইবনে আব্বাস রা. কিভাবে জাহান্নামি বললেন বা এর দ্বারা কি উদ্দেশ্য?

1 Answer

0 votes
by (705,360 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনি যেই হাদীসকে উল্লেখ করেছেন, তার আরবী হল নিম্নরূপ -
وقال مجاهد: ((وسئل ابن عباس عن رجل يصوم النهار ويقوم الليل، ولا يشهد جمعة ولا جماعة؟ قال: هو في النار)) 

قال الترمذي - رحمه الله-: ((ومعنى الحديث: أن لا يشهد الجماعة والجمعة رغبة عنها، واستخفافاً بحقها، وتهاوناً بها)) 

سنن الترمذي، كتاب الصلاة، باب ما جاء فيمن يسمع النداء فلا يجيب، برقم ٢١٨، قال العلامة أحمد محمد شاكر في حاشيته على سنن الترمذي، ١/ ٤٢٤:

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এখানে নির্দিষ্টভাবে কাউকে জাহান্নামি ঘোষণা করা হচ্ছে না বরং এখানে বলা হচ্ছে যে, এরকম জুমআহ পরিত্যাগ করা জাহান্নামি কাজ। অথবা জুমআহকে অবজ্ঞা করার দরুণ তার ঈমান চলে যাবে যেজন্য সে জাহান্নামে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...