তিরমিজি তে প্রখ্যাত তাবেয়ী মুজাহিদ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন ইবনে আব্বাস কে এমন ব্যাক্তি সমপ্ররকে জিজ্ঞাসা করা হয়েছে, যে দিনে সাওম রাখে রাত্রে ইবাদাতে মগ্ন থাকে কিন্তু জুমা' ও জামাতের সালাতে উপ্সস্থিত হয়না তার হুকুম কি?৷ তিনি বলেন, সে জাহান্নামি!
এখানে কে জাহান্নামি কে জান্নাতি এটাত বলা মানুষের পক্ষে সম্ভব না, তাই একভাইয়ের প্রশ্ন ইবনে আব্বাস রা. কিভাবে জাহান্নামি বললেন বা এর দ্বারা কি উদ্দেশ্য?