আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
17 views
in সালাত(Prayer) by (28 points)
আস-সালামু আলাইকুম। সালাতে সূরা ফাতিহার সাথে লিস্টের এই আয়াতগুলো পড়তে পারবো? মিনিমাম কত আয়াত পর্যন্ত পড়া যাবে? আর আয়াতে সাকিনাহ এর কিছু আয়াত পড়া গেলে মিনিমাম কয়টা পড়তাম? আমি হানাফি মাযহাব ফলো করি।

বাক্বারা ১-৫

বাক্বারা ১০২, ১৬৩-১৬৪, ২৫৫, ২৮৫-২৮৬,

আলে-ইমরান ১৮-১৯, আরাফ ৫৪-৫৫,

সাফফাত ১-১০

আর-রহমান ৩৩-৩৬,১-৩

সূরা জিন ১-৫
by (28 points)
সংশোধিত প্রশ্নঃ
আস-সালামু আলাইকুম। সালাতে সূরা ফাতিহার সাথে লিস্টের এই আয়াতগুলো পড়তে পারবো? মিনিমাম কত আয়াত পর্যন্ত পড়া যাবে? আর আয়াতে সাকিনাহ এর কিছু আয়াত পড়া গেলে মিনিমাম কয়টা পড়তাম? আমি হানাফি মাযহাব ফলো করি।

বাক্বারা ১-৫ (প্রতি রাকাতে)

বাক্বারা ১০২,(প্রতি রাকাতে) ১৬৩-১৬৪, (প্রতি রাকাতে) ২৫৫,(প্রতি রাকাতে) ২৮৫-২৮৬, (প্রতি রাকাতে)

আলে-ইমরান ১৮-১৯, (প্রতি রাকাতে) আরাফ ৫৪-৫৫, (প্রতি রাকাতে)

সাফফাত ১-১০ (প্রতি রাকাতে)

আর-রহমান ৩৩-৩৬/১-৩ (প্রতি রাকাতে)

সূরা জিন ১-৫ (প্রতি রাকাতে)

1 Answer

0 votes
ago by (668,220 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

আল্লাহ তা'আলা বলেন,

إِنَّ رَبَّكَ يَعْلَمُ أَنَّكَ تَقُومُ أَدْنَى مِن ثُلُثَيِ اللَّيْلِ وَنِصْفَهُ وَثُلُثَهُ وَطَائِفَةٌ مِّنَ الَّذِينَ مَعَكَ وَاللَّهُ يُقَدِّرُ اللَّيْلَ وَالنَّهَارَ عَلِمَ أَن لَّن تُحْصُوهُ فَتَابَ عَلَيْكُمْ فَاقْرَؤُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ عَلِمَ أَن سَيَكُونُ مِنكُم مَّرْضَى وَآخَرُونَ يَضْرِبُونَ فِي الْأَرْضِ يَبْتَغُونَ مِن فَضْلِ اللَّهِ وَآخَرُونَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَاقْرَؤُوا مَا تَيَسَّرَ مِنْهُ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
আপনার পালনকর্তা জানেন, আপনি এবাদতের জন্যে দন্ডায়মান হন রাত্রির প্রায় দু’তৃতীয়াংশ, অর্ধাংশ ও তৃতীয়াংশ এবং আপনার সঙ্গীদের একটি দলও দন্ডায়মান হয়। আল্লাহ দিবা ও রাত্রি পরিমাপ করেন। তিনি জানেন, তোমরা এর পূর্ণ হিসাব রাখতে পার না। অতএব তিনি তোমাদের প্রতি ক্ষমা পরায়ন হয়েছেন। কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্যে সহজ, ততটুকু আবৃত্তি কর। তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে, কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশে-বিদেশে যাবে এবং কেউ কেউ আল্লাহর পথে জেহাদে লিপ্ত হবে। কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্যে সহজ ততটুকু আবৃত্তি কর। তোমরা নামায কায়েম কর, যাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। তোমরা নিজেদের জন্যে যা কিছু অগ্রে পাঠাবে, তা আল্লাহর কাছে উত্তম আকারে এবং পুরস্কার হিসেবে বর্ধিতরূপে পাবে। তোমরা আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা কর। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।(সূরা মুযযাম্মিল-২০)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
নফল নামাজে এভাবে উক্ত আয়াত গুলো প্রতি রাকাতে পড়লে সমস্যা নেই।

তবে ফরজ নামাজে এভাবে প্রতি রাকাতে ইচ্ছাকৃতভাবে বিনা ওযরে উপরে উল্লেখিত একই আয়াত গুলিকে বারবার পড়া মাকরুহে তানযিহি তথা অনুত্তম। 

الدر المختار مع شرحه ردالمحتار (الشامي) (1 / 546):
"لا بأس أن يقرأ سورةً ويعيدها في الثانية.

 (قوله: لا بأس أن يقرأ سورةً إلخ ) أفاد أنه يكره تنزيها، وعليه يحمل جزم القنية بالكراهة، ويحمل فعله عليه الصلاة والسلام لذلك على بيان الجواز، هذا إذا لم يضطر، فإن اضطر بأن قرأ في الأولى: {قل أعوذ برب الناس} الناس أعادها في الثانية إن لم يختم، نهر"

মর্মার্থঃ 
কোন সূরাকে এক রাকাতে তেলাওয়াত করে পরের রাকাতে পুনরায় সেই সুরা তেলাওয়াত করা এটা মাকরুহে তানযিহি।

আরো জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...