১। আগের ১ নং প্রশ্নের বিবরণ অনুযায়ী ওয়াজিব তরক করা হবে কি বা আল্লাহ পাক রাসুল সাঃ উনাদের মহব্বতে সমস্যা হবে কি?
২।এটা নফল দানের নিয়ত হবে নিয়ত পরিবর্তন করা যাবে কি?
৩।প্রতিবেশি না খেয়ে থাকলে নিচেরা পেট ভরে খাইলে কি মুমিন নয় বলতে কি বুঝানো হইছে এটা কোন ধরনের গুনাহ?
৪।আমি বেকার বিদেশ জমা এখন আমি বাবা মার উপরে চলি বউ সন্তান সহ। কিছু টাকা বাবা মা ভাইবোন দেয় এখন আমিতো চলি অন্যের উপর আমি যদি প্রতেবেশির খোঁজখবর না নেই হাদিস অনুযায়ী কি হুকুম হবে?
৫।আমি তো বেকার ফিলিস্তিনে বা বাংলাদেশে ক্ষুধার্ত বা অসহায় মানুষ কে খাবার বা দান না করি তাহলে কি ওয়াজিব তরক হবে গোনাহ হবে কি?