আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ সন্মানিত শায়খ।
আমরা মাঝে মাঝে বাচ্চাদের আদর করে ভালোবেসে পশুপাখির নামে যেমন "ময়না পাখি", " টনটুনি", "বিড়াল/বিল্লি", "কৈতর বা কবুতর"; অথবা, "আমার চাঁদ", "আমার পরী", "সূর্য", "তারা" এধরনের নামে ডেকে থাকি। এগুলে সম্পর্কে শরীয়তের বক্তব্য কি?! যদি একটু রেফারেন্সসহ (যদি থেকে থাকে) বলতেন তাহলে খুব উপকমত হতাম, সন্মানিত শায়খ!
যাজাকুমুল্লাহ খায়রা।