আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আমি দেশের বাইরে অবস্থান করি। দেশে ফেরার আগে আমি দেশের গ্রাহকদের কাছ থেকে স্বর্ণের গহনা অর্ডার গ্রহণ করি। প্রক্রিয়াটি সাধারণত এভাবে হয়: প্রথমে আমি কাস্টমারকে জুয়েলারি শপ থেকে সরাসরি গহনা দেখাই। যদি তিনি পছন্দ করেন, তখন আমি নিজেই সম্পূর্ণ পেমেন্ট করে গহনা কিনি, কখনো গ্রাহক ৫০%–৮০% পর্যন্ত পেমেন্ট দেন এবং বাকিটা আমি পরিশোধ করি, দেশে গহনা হস্তান্তরে পর সেই বাকি পেমেন্ট টা গ্রহণ করি। আবার অনেক সময় গ্রাহক আমি কিনে আনার কিছুদিন পরই ফুল পেমেন্ট করে দেন, যদিও তখনো গহনা তাদের হাতে পৌঁছেনি! কারণ: যেহেতু দেশের বাহিরে থেকে কেনা তাই হাতে হাতে দ্রুত পৌছানো সম্ভব হয়না। আবার কিছু ক্ষেত্রে গ্রাহক কোনো আগাম টাকা দেন না; আমি আমার টাকায় কিনে দেশে পৌঁছে গহনা হস্তান্তরের সময় তারা পেমেন্ট করেন। এভাবে ডেলিভারিতে প্রায় ১ মাস প্লাস/মাইনাস সময় লাগে। এখানে সোনা দিয়ে সোনা বা রুপা দিয়ে রুপার লেনদেন হচ্ছে না, বরং টাকা দিয়ে সোনা কেনা হচ্ছে। প্রতিটি অর্ডারে ডিজাইন, ওজন, বাজার মূল্য এবং ডেলিভারির নির্দিষ্ট সময় লিখিত চুক্তিতে থাকে। আমি সরাসরি দোকান থেকে নগদ অর্থ দিয়ে গহনা কিনি, কিন্তু দেশের ভেতরে গ্রাহকই আসল ক্রেতা। আমার প্রশ্ন হলো—এই লেনদেন প্রক্রিয়ায় গ্রাহক ও আমার মাঝে শরীয়ত অনুযায়ী কোনো গুনাহ, সুদ বা হারাম লেনদেনের আশঙ্কা আছে কি না?