আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
১)আমি যদি এমন কোনো ফ্র্যান্ডের সাথে বের হই,ঘুরতে আর সে যদি বেপর্দা থাকে & আমি যদি এটায় প্রভাবিত হবো না এমন মজবুত থাকি তবে কি আমার ঘুরতে যাওয়া জায়েজ হবে?
২)এমন বেপর্দা কারো সাথে বের হলে বলে ছবি তুলে দিতে ওগুলো আবার সোশ্যাল মিডিয়ায় আপলোডও দেয়।তাহলে কি ঘুরতে যেতে পারবো? বা যদি বলি ছবি তুলে দিবোনা জাস্ট ঘুরবো,তাহলে?
৩)যদি মা বেপর্দা থাকে তবে যথেষ শরীর ঢেকেই চলে তাহলে কি ঘুরতে যেতে পারবো? আমি এতটুকু শিউর আমার পর্দায় কোনো প্রভাব আসবেনা কখনো (যদিও বাসায় আমার পর্দা মেনে নেয় নি, আমাকে জামা+মাস্ক পড়তে হয় তবে বাসার বাইরেই থাকা হয় সেখানে মেইনটেইন করি)
৪)আমার ঘুরতে ইচ্ছে করে তবে এমন কেউ নেই যে ঘুরবো।পরিবার,ফ্র্যান্ডস, কাজিন আর সবাই বেপর্দায়ই চলে।আবার পরিবার নিয়ে ঘুরতে চাইলে অন্য রিলেটভ রাও আসে,ওরাও বেপর্দা,ছবি তুলে, আপলোড করে।
আমি কি ওদের সাথে ঘুরতে পারবো যদি আমার খুব ঘুরতে ইচ্ছে করে?
নাকি শুধু আমার পরিবার (আম্মু,আব্বু,ভাই,আমি)??