প্রশ্নটি একটি বোনের পক্ষ থেকে।
আমি একটি স্বেচ্ছাসেবী সংগঠনে দীর্ঘদিন ফাইন্যান্স ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার দায়িত্ব ছিল উক্ত সংগঠনের ফান্ড হিসাব রাখা। আয় এবং ব্যয় হিসাব রাখা। আমার দায়িত্ব থাকাকালীন সময়ে উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সংগঠনের ফান্ড বিভিন্ন কাজে ব্যবহার করতেন এবং সেই ফান্ড আমার কাছ থেকেই নিতেন। তবে আমার মনে হতো উনি উক্ত ফান্ড সঠিক কাজে ব্যবহার করছেন না।
ফান্ড কোথায় কিভাবে ব্যবহার হবে সেটা আমার দায়িত্বের মধ্যে ছিল না। তবুও আমি সংগঠনের সাধারণ সম্পাদক কে এ সম্পর্কে বারবার অভিহিত করেছি। পরবর্তীতে ইনভেস্টিগেশন করে দেখা যায় উনি আদতে উক্ত ফান্ড সঠিক কাজে ব্যবহার করছেন না। পরবর্তীতে উক্ত সংগঠনের কমিটি এবং পরিচালনা সদস্যগণ মিলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করেন।
এখন আমার প্রশ্ন হল যেহেতু আমি দায়িত্বে থাকাকালে এরকম ঘটনা ঘটেছে। যদিও কোথায় ফান্ড ব্যবহার হবে সেটার দায়িত্ব আমার ছিল না তবুও যেহেতু আমি বুঝতে পেরেছিলাম ফান্ডগুলো সঠিক কাজ ব্যবহার হচ্ছে না। তাই উক্ত কাজের দায়ভার কি আমার ওপরও পরবে? আমি সর্বদা চেষ্টা করেছি স্বচ্ছ থাকার এবং বুঝতে পারার সাথে সাথে কমিটিকে অবহিত করার।
উক্ত কাজের দায়ভার আমার উপর পড়বে কিনা এবং পরকালের দায়ভার আমাকে নিতে হবে কিনা এ ব্যাপারে আমি ভীষণ চিন্তিত। দয়া করে আমাকে জানাবেন এই কাজে দায়ভার আমার উপরে ভরবে কিনা এবং যদি পড়ে থাকে সেক্ষেত্রে যারা ফান্ড দিতেন তাদের কাছে আমার মাফ চাইতে হবে কিনা বা অন্য কোন উপায় এই দায় এড়ানোর সম্ভব কিনা?
জাযাকাল্লাহু খাইরান।