আস্সালামুআলাইকুম।
একজন বোন ইচ্ছাকৃতভাবে হারাম টাকা ব্যবহার করে হাতের কাজের ( hand embroidery, painting....) ব্যবসা শুরু করেছিলেন। তিনি জানতেন যে এতে তিনি দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করবেন। তাঁর পরিকল্পনা ছিল পরে হালাল টাকা দিয়ে একই ব্যবসা নতুনভাবে শুরু করা, যখন তিনি যথেষ্ট দক্ষতা ও বাজার গবেষণা করে নিশ্চিত হবেন যে এই ক্ষেত্রে সফল হতে পারবেন। কয়েক মাস পর তাঁর ব্যবসা বাড়তে শুরু করে, এবং তিনি বুঝতে পারেন যে হাতের সূচিকর্ম অন্যান্য হস্তশিল্প ব্যবসার তুলনায় বেশি লাভজনক, কারণ এর গ্রাহক চাহিদা বেশি। তবে তিনি তাঁর প্রাথমিক নিয়ত বা হারাম টাকায় ব্যবসা শুরু করার জন্য কখনো তাওবা করেননি।
এখন তিনি হালাল টাকা দিয়ে একই ব্যবসা নতুনভাবে শুরু করেছেন, কিন্তু তখনকার অর্জিত দক্ষতা ও বাজার গবেষণাই ব্যবহার করছেন।
এই পরিস্থিতিতে—
1. তাওবা না করলে কি তাঁর বর্তমান ব্যবসা হালাল গণ্য হবে?