আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্।
উস্তাজ আমার জিজ্ঞাসা..
১)ফজরের একটু আগে মানে কিছুক্ষণ পর আযান হবে এমতাবস্থায় আমার স্বামী স্বপ্নে দেখে তার মায়ের বেডের নিচে প্রায় দেড় লক্ষ মতো টাকা খুঁজে পায়। ঐখানে যে টাকা আছে কেউ জানে না।কিছু টাকা পোকা খেয়ে ফেলছে বাকিগুলো ভালো আছে দেড় লাখ মাতো পেয়েছে ভালো।
২) উনি ব্যবসায়ি।উনারা যে জায়গায় টাকা রাখে ঐটার নিচে পাঁচ, দশ,পনেরো, বিশ হাজার এমন টাকা পায়।যেটা পেয়ে উনি অনেক খুশি।
ধারাবাহিক উপরোক্ত স্বপ্নদ্বয় দেখেছেন।
এমন স্বপ্ন কী ইঙ্গিত বহন করে যদি একটু বলতেন ইন শা আল্লাহ