بِسْمِ الّٰلهِ الرَّحْمٰنِ الرَحِيْمِ
মুহতারাম আসসালামু'আলাইকুম,
রমাদান মাস চলছে... এই বিষয় কিছু প্রশ্ন পেশ করতে চাই। সেগুলো হলঃ
১. একজন রোজাদার কি সিয়ামরত অবস্থায় আঁতর মাখতে পারবেন?
২. শাহরির সঠিক শেষ সময় কোনটি? অর্থাৎ, ফযরের আযানের কত আগ পর্যন্ত শাহরি করা যাবে বা উচিৎ?
৩. একজন রোজাদার কি দিনে ঘুমালে তার সিয়ামের কোন ক্ষতি হবে? অথবা কতটুকু ঘুমালে সমস্যা হবেনা?
৪. ম্যাসওয়াক করার পর যদি কিছু ম্যাসওয়াকের আঁশ পেটে চলে যায় এতে কি সিয়াম ভঙ্গ হবে? অনুরুপ, ওযু করার সময় যদি নাকে বা মুখে পানি চলে যায় এতে কি রোজা ভঙ্গ হবে? যদি মুখে থুথু আসে সেটা কি গিলে ফেলা যাবে?
৫. তারাবির সালাত সুন্নত নাকি ওয়াজিব? তারাবীর সালাত ২০ রাকাত পড়া কি বাধ্যতামুলক? ২০ রাকাতের কম পড়া যায়েজ হবে কিনা? কেও যদি তারাবীর সালাত না পড়েন অসুস্থতার কারণে বা ইচ্ছাকৃতভাবে ত্যাগ করেন সে কি গুনাগার হবেন? কেও যদি তারাবীর সালাত আদায় না করেন বা পরিত্যাগ করেন, এতে কি তার রোজা কবুল করবেন আল্লাহ?
৬. ইফতারির সময় হলে যখন আযান হয়, অর্থাৎ, আমার নিকটস্থ মসজিদের আযান শুনে ইফতার শুরু করবো নাকি দুরে কোথাও আযান যদি আমার কানে আসে (সর্বপ্রথম) তখন ইফতার শুরু করবো?
৭. রমাদান মাসে কি বিয়ে করা যায়?
৮. একজন বলেছেন, রমাদান মাসের রাতের সকল নামাজ ই তাহাজ্জুত নামাজ। কথাটা কতটুকু যুক্তিযুক্ত?
৯. বেনামাজির রোজা কি আল্লাহর কাছে কি কবুল হবে? অর্থাৎ যে কিনা রোজা রেখেছে কিন্তু নামাজ পরেনা।
" ওস্তাদ, প্রশ্ন বিশদ আকারে হওয়ার জন্য দুঃখিত। বিস্তারিতভাবে উত্তর দিলে উপকৃত হবো। "