রাসূল (সা) এর হাদিস অনুযায়ী , উম্মাহর অধিক সন্তান প্রসবকারীনী দের নিয়ে , তিঁনি কিয়ামতের দিন গর্ববোধ করবেন | এখন আমার প্রশ্ন হলো : যদি আমি আল্লাহর ইচ্ছায় ৪ জন সন্তান জন্ম দিতে পারি , তাহলে কি কিয়ামতের দিন আমি এই দলের অন্তর্ভূক্ত হতে পারবো কি ? অধিক সন্তান বলতে , ন্যূনতম কতজন সন্তান গ্রহণ করাকে বোঝায় ? এটা ছাড়াও , আর কি কি আমল করলে আমি কিয়ামতের দিন রাসূল (সা) এর কাছে গর্বের পাত্র হতে পারবো ?