আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।খুব জরুরী জানাটা।আমি একদম এসব বিষয়ে জানি না।আমার ঈমান রক্ষার জন্য খুব জানা প্রয়োজন।যে পরিবেশে আছি সবসময় এসব কথা হয়ে থাকে।প্লিজ আমাকে একট জানাবেন খুব বেশি প্রয়োজন জানা।ওয়াসওয়াসা না জানার জন্য।
১।কোন হারাম কাজ। ওটা হারাম কিন্তু হালাল ভাবছে না ওটাকে ভাল হয়েছে,সুন্দর হয়েছে এসব বললে কি ঈমান চলে যাবে?
২।কোন ছবি,ডিজাইনের কাজ যেখানে প্রাণীর ছবি আছে,মহিলার ছবি এড আছে এমন ছবিকে সুন্দর হয়েছে,ভাল হয়েছে বা এই ছবিটা এড কর এদিকে, এসব হালাল ভাবছে না জানে গুণাহ হবে।এমন বললে কি ঈমান চলে যায়?
৩।কারো ফটো মহিলা,পুরুষ সুন্দর হয়েছে বা ভাল হয়েছে বললে কি ঈমান চলে যায়?
৪।কোন একটি হারাম কাজ যদি করতে বলে বা সাপোর্ট/ সহযোগিতা করলে । যেমন ঃ প্রেম কর ভাল হবে,গান শেখ ভাল হবে, প্রেমে সহযোগিতা/সাপোর্ট করলে , ইত্যাদি কিন্তু হালাল ভাবছে না এতে কি ঈমান চলে যায়?
৫।পড়াশোনার জন্য কোন কুফরি,শিরকী আছে এমন পড়াশোনা করলে কি ঈমান চলে যায়?
৬।মোট কথা কোন হারাম কাজ করতে বললে,করলে ভাল হবে বললে,ভাল লাগলে,সহযোগিতা করলে,ওই কাজ করার জন্য ঝগড়া বা গালিগালাজ করলে কি ঈমান চলে যাবে, হারাম জেনে মানে হালাল না ভেবে তবু করলো ?মানে আল্লাহ থেকে মাফ চাইলে মাফ করবে হয়ত মনে এমন থাকে।
৭।কারো প্রেম তার মা বাবা না মানলে যদি বলে ওসব সিনেমা বা বিদেশে মানে যে এখানে না/ ছেলেদেরটা মানে মেয়েদেরটা না আরো এমন কিছু কথা। হালাল না ভেবে প্রেম এমনিতে পরিবেশগত কারণে বললে?
৮।কোন নন মাহারামকে সুন্দর লাগতেছে বললে?
শুধু জানতে চাই কারণ দৈনন্দিন জীবনে এমন অনেক কথা হয় সতর্কতার জন্য।