আসসালামু আলাইকুম উস্তাদ।
১) অনেক সময়ে আমরা দেখি আপন বোনেরা একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমায়, মা-মেয়ে, দাদী-নাতনী একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমায়। এটা তো স্বাভাবিক স্নেহের একটা বিষয়। এটা কি নাজায়েজ কিছু?
২) আমি একজন মেয়ে, বয়স ২৫। অবিবাহিত। আমার খুব কাছের একজন বোন আছে, যার বয়স ২২। সেও অবিবাহিত। কিছুদিনের মধ্যে তার বিয়ে হবে ইন শা আল্লাহ। সে বিয়ে নিয়ে স্বাভাবিকভাবেই উৎসুক,আল্লহুম্মা বারিক লাহা। যাই হোক, তার কোনো বোন নেই। সে আমাকে তার বড়বোনের মতোই মান্য করে, আমিও তাকে ছোটোবোনের মতোই স্নেহ করি। তার আচরণ কিছুটা বাচ্চাসুলভ। দেখা হলে সে আমার হাতে খেতে চায়, তার চুল আঁচড়ে দিতে বলে, আমাকে ছাড়তে চায় না। ঘুমের সময় হলে দেখা যায়, সে আমার হাতের উপরে এসে ঘুমাতে চায়, তার মাথায় হাত বুলিয়ে দিতে বলে। যেভাবে একজন বাচ্চা তার মা এর হাতের উপরে শোয়। আমরা দুজনেই দ্বীন মেনে চলার চেষ্টা করি। যেকোনো বিষয়ে কেউ ভুল করতে গেলে একে অন্যকে রিমাইন্ডার দেই। এবং স্নেহ, বোন সুলভ স্বাভাবিক ভালোবাসা ব্যতীত অন্যকিছু এখানে নেই ইন শা আল্লাহ। আমি আমার ছোট্ট ২ বছরের ভাগ্নীকে ঘুম পাড়ানোর সময়ে যেমন স্নেহ অনুভব করি, এই বোন যখন বাচ্চাসুলভ কাজ করে, তার প্রতিও অনেকটাই এরকম অনুভব করি।
যত্ন, স্নেহ- ভালোবাসা এগুলোতো নারীদের স্বাভাবিক ফিতরাতই, তাই না উস্তাদ?
এই বিষয়টায় কি শরীয়তের দৃষ্টিতে কোনো নেগেটিভ কিছু আছে? দয়া করে বিষয়টা একটু চিন্তা করে উত্তর দিবেন উস্তাদ ইন শা আল্লাহ