ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হাদীস শরীফে রাসূলুল্লাহ সাঃ এ খেলা থেকে কঠোরভাবে নিষেধ করেছেন।
ﻋﻦ ﺳﻠﻴﻤﺎﻥ ﺑﻦ ﺑﺮﻳﺪﺓ ﻋﻦ ﺃﺑﻴﻪ ﺃﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﻣﻦ ﻟﻌﺐ ﺑﺎﻟﻨﺮﺩﺷﻴﺮ ﻓﻜﺄﻧﻤﺎ ﺻﺒﻎ ﻳﺪﻩ ﻓﻲ ﻟﺤﻢ ﺧﻨﺰﻳﺮ ﻭﺩﻣﻪ
হযরত সুলাইমান ইবনে বুরাইদা তার পিতা থেকে বর্ণনা করেন,রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করেন,যে ব্যক্তি পাশা খেললো,সে যেন তার হাতকে শুকুরের রক্ত মাংশ দ্বারা রাঙিয়ে নিলো। (মুসলিম-২২৬০)
অপর এক বর্ণনায় রাসূলুল্লাহ সাঃ বলেন,
ﻭﺭﻭﻯ ﺃﺑﻮ ﺩﺍﻭﺩ ( 4938 ) ﻭﺍﺑﻦ ﻣﺎﺟﺔ ( 3762 ) ﻭﺃﺣﻤﺪ ( 19027 ) ﻭﺍﻟﺒﻴﻬﻘﻲ ( 21478 ) ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻣُﻮﺳَﻰ ﺍﻟْﺄَﺷْﻌَﺮِﻱِّ ﺃَﻥَّ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻗَﺎﻝَ : ( ﻣَﻦْ ﻟَﻌِﺐَ ﺑِﺎﻟﻨَّﺮْﺩِ ﻓَﻘَﺪْ ﻋَﺼَﻰ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺭَﺳُﻮﻟَﻪُ )
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জ্বী, সে তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তাওবাহ করে নিলে অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবেন।