একটি সাধারণ মুসলিম পরিবারে আমার জন্ম। আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে দীনের বুঝ দিয়েছেন। তারপর থেকে আমার জন্য পাত্র খোজা তাদের জন্য কঠিন হয়ে যায়। রমাদান এর আগে একটা প্রস্তাব আসে আমর পরিচিত এক দীনী বোনের দ্বরা। প্রথমে আমিই রাজি ছিলাম না কারন দুরুত্ব অনেক বেশি। পরে আমি ইসতেখার করি আলহামদুলিল্লাহ পজেটিভ লাগে৷ পরে আমি বারিতে বলি৷ তারা খোজ খবর নিয়ে মানা করে দেয়। তাদের মানা করে দেওয়ার কারন ছিল হচ্ছে দুনিয়ারবি আসবাব। দীন কে তারা প্রাধান্য দেন নাই। তারপর আমি বার বার ইস্তেখারা করতেই থাকি। আমার মন ওখানেই সায় দেয়৷ এর মদ্ধে অন্য জায়গা থেকও প্রস্তাব আসে আমি সেখানেও ইস্তেখারা করি, আলহামদুলিল্লাহ আমি স্বপ্নে যা দেখেছিলাম তেমন কিছুই হয়েছিল। আল্লাহ তালা কল্যানকর ভাবে আমকে হেফাযত করেন। কিন্তু তাদের দুনিয়াবি আসবাব ভালো ছিল বলে আমার পরিবার এখানে রাজি ছিল। পরবর্তী তে আমি তাগিত দিয়ে দূরের ওই প্রস্তাব টা আগানোর জন্য বলি। র ইস্তেখারা আর দোয়া জারি রাখি। সব সময় এ আমার মানসিক অবস্থা ও সপ্ন গুলা অনুকুলে ছিল। তারপর ছেলেরা আসে তাদের পছন্দ হয়৷ তারপর আমাদের বাড়ি থেকে যায়, আমাদের বাড়ির মানুষ এর পছন্দ হয় না৷ তাদের ঘরবাড়ি দুনিয়াবি আসবাব দেখে। তাদের মতে শুধু দীনদারিতা দিয়ে জীবন চলে না। আমি নিজেকে অনেক ভাবে বুঝাইতে চাই। কিন্তু আমার কোনো বুঝই আমার কাজে আসে না। আমি তাদের বলছি যে দুনিয়ায় আসবাব এর সব পরিস্থিতি আমি মানায় নিতে পারব। আর তাদের যে একেবারে খারাপ অবস্থা তা নয়। ছেলে আলহামদুলিল্লাহ জব করে। হয়ত আমদের সাথে ঠিক ঠাক কুফু মিলে নাই৷ এমন। এখন অন্য কথাও থেকে প্রস্তাব আসলে আমার অনেক বেশি রাগ হয়। আমার মেজাজ ধরে রাখা কষ্ট হয়ে যায়। এখন অন্য একজায়গা থেকে প্রস্তাব আসছে সেখানেও আমি ইস্তেখারা করছি, নেগেটিভ আসছে রেজাল্ট, আমার কাছে যেগুলা সমস্যা আমার পরিবার এর মানুষ এর কাছে ওই গুলা সমস্যা না। তাদের মতে আগে দুনিয়াবি আসবাব। তারপর অন্য কিছু দীন। আমার মনে হয় যদি পারিবারিক চাপে পরে আমার অন্য কথাও বিয়ে হয় আমি কখনই হয়ত মানায় নিতে পারব না। আর আমার পরিবারের মানুষ দের কেও মাফ করতে পারব না। আমর মন এখনো ওখানেই টানে খালি।
এখন আমর কি করা উচিত বলবেন ইন শা আল্লাহ