আসসালামুয়ালাইকুম, আমার ২০২৩ সালের ৪ নভেম্বর তালাকে তাফবীজ সম্পর্কে একটা পোস্ট পড়ার সময় হঠাৎ মনে হয় আমি এর আগে এই পোস্ট পড়ার সময় মুখে উচ্চারন করে বলেছি আমি আমার নিজের ওপর তালাক গ্রহন করলাম। আমি তখন খুব ভয় পেয়ে যাই এবং সেদিন রাতে একজন মুফতি সাহেন কে প্রশ্ন করি যতটা মনে পড়ে সম্ভবত এইভাবে যে তালাকে তাফবীজ সম্পর্কে পোস্ট পড়ার সময় কেনো জানিনা আমি মুখে বলে ফেলি আমি আমার নিজের ওপর তালাক গ্রহন করলাম এতে কী তালাক হবে? তখন ওনি বলে ১ টা হবে তখন আমি ভাবি তবুও হালাল আছে এখনো। তার ২ থেকে ৩ দিন পরে আবার হঠাৎ মনে আসে আমি কয়েকবার এই কথাটা বলেছি প্রতিবার ই বিষয় টা আমার মনে কুব প্রবল ভাবে আসে যেনো একদম আমার চোখের সামনে ভাসে যে আমি তালাক গ্রহন এর কথা বলেছি। তখন আমি আবার ও কয়েকজনের সাথে কথা বলি বিষয় টা নিয়ে তখন ওনারা বলে এগুলো আপনার ওয়াসওয়াসা। তার পর কিছু দিন ভালো ছিলাম তার পর কেনায়া তালাক সম্পর্কে জানলাম তকন আবার শুরু হলো নতুন করে কোনো কথা বলতে গেলে তালাকের ভয় চলে আসা কখনো কথা বলার আগে ভেবে তারপর কথা বলতাম যাতে কেনায়া তালাক ও না বোঝায় কথাতে। তার পর শুরু হলো কোনো কথা বলতে গেলে তালাকের নিয়ত চলে আসা। তার মধ্যে সব কথা তালাক হওয়ার মতো ছিলো না। একবার তালাক হওয়ার মতো ১ টা কেনায়া বাক্যে তালাকের নিয়ত চলে আসছিলো না চাইতে ও। মানে তখন আমি একদম পাগল পাগল বোধ করতাম। অনেক সময় কোনো প্রয়োজনে নিলাম বলতে গেলে মনে মনে বলে ফেলতাম তালাক নিলাম অথচ বাহ্যিক ভাবে অন্য বিষয় বা অন্য কিছু নেওয়ার কথা বলেছিলাম। আবার একবার মনে মনে তালাকের কথা ভাবতে ভাবতে মুখে তালাকের কথা বলে ফেলি। প্রায় সময় অনেক কথা বলার পর তালাকের নিয়ত করেছি বলে সন্দেহ হলো আর সন্দেহ টা এমন প্রবল ছিলো যে সিওর না হয়েও মনের সন্দেহ টা পুরোপুরি দূর করার জন্য মুফতি সাহেব দের থেকে জানার জন্য বলতাম আমি এমন এমন বলেছি এতে তালাক হবে কী না। সব মিলিয়ে আমি খুব দূর্বিষহ জীবন কাটিয়েছি এক বছর। তার পর ওয়াসওয়াসা কিছু টা কমে তারপর ও এখন ও প্রায় সময় অনেক কথা বলার পর মনে তালাক এর কথা চলে আসে যেমন মা জিজ্ঞেস করে আমি নিয়েছিস আমি মুখে বলি নিসি কিন্তুু মনে চলে আসে তালাক নিসি। আবার অনেক সময় পুরো দোটানায় পরে যাই নিয়ত করলাম নাকি না। এই অবস্থায় কী সবগুলো তালাক হয়ে গেছে?