আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
20 views
in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (52 points)

এই হাদীসের বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। 

আমরা অনেক সময় ভবিষ্যৎ এ কোনো ইমারজেন্সিতে লাগতে পারে দেখে অথবা কোনো কিছু কেনা বা হজ/উমরাহ এর জন্য টাকা জমাই। আবার বর্তমান খরচের বাজারে সবকিছুই খুব হিসাব করেই করতে হয়। এই হাদিসের আলোকে এই বিষয়গুলো জানতে চাই।

আসমা বিনতু আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি যখন খরচ করতেন, তখন তিনি হিসাব করে রাখতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, “তুমি খরচ করো কিন্তু হিসাব করো না, অন্যথায় আল্লাহও হিসাব করে দিবেন। তুমি সম্পদ খরচ না করে রেখে দিবে না, তাহলে আল্লাহও তোমাকে দেওয়া থেকে বিরত থাকবেন।”[1]

[1] মুসনাদ আহমাদ: ৬/৩৪৫; সহীহুল বুখারী: ১৪৩৩; সহীহ মুসলিম: ১০২৯; নাসাঈ: ৫/৭৩-৭৪; তাবারানী আল কাবীর: ২৪/৩৩৭; সুনান বাইহাকী: ৪/১৮৬-১৮৭; বাগাবী: ১৬৫৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০০৫৬।

1 Answer

0 votes
ago by (691,530 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
عن أسماء بنت أبي بكر الصديق رضي الله عنهما قالت: قال لي رسول الله صلى الله عليه وسلم : «لا تُوكِي فيُوكَى عليك». وفي رواية: «أَنْفِقِي أو انْفَحِي، أو انْضَحِي، ولا تُحْصِي فيُحْصِي الله عليك، ولا تُوعِي فيُوعِي الله عليك».  
[صحيح] - [متفق عليه]
আসমা বিনতু আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি যখন খরচ করতেন, তখন তিনি হিসাব করে রাখতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, “তুমি খরচ করো কিন্তু হিসাব করো না, অন্যথায় আল্লাহও হিসাব করে দিবেন। তুমি সম্পদ খরচ না করে রেখে দিবে না, তাহলে আল্লাহও তোমাকে দেওয়া থেকে বিরত থাকবেন।(সহীহুল বুখারী: ১৪৩৩; সহীহ মুসলিম: ১০২৯)

মুল্লা আলী কারী রাহ লিখেন,
قوله ( «فيحصي الله عليك» ) بالنصب جوابا للنفي أي: فيقل الرزق عليك بقطع البركة ويجعله كالشيء المعدود، أو فيحاسبك عليه في الآخرة، قال الطيبي: وأصل الإحصاء الإحاطة بالشيء حصرا وعددا، والمراد هنا عد الشيء للقنية والادخار للاعتداد وترك الإنفاق منه في سبيل الله اهـ. فقوله في " «فيحصي الله عليك» " من باب المشاكلة أو على طريق التجريد ( «ولا توعي فيوعي الله عليك» ) الإيعاء حفظ الشيء في الوعاء أي: لا تمنعي فضل المال عن الفقير فيمنع الله عنك فضله ويسد عليك باب المزيد 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হাদীসে প্রয়োজন অতিরিক্ত সম্পদকে প্রয়োজনে আল্লাহর রাস্তায় খরচ না করা ও গরীবদের দান সদকাহ না করার ব্যাপারে সতর্কবার্তা দেয়া হয়েছে। তথা সামর্থ্য থাকার পরও গরীবদেরকে দান সদকাহ না করলে ধন সম্পদে বারাকাহ আসবে না। হ্যা, কেউ যদি যাকাত আদায় করে, তাহলে তার জন্য সম্পদ সঞ্চয় নাজায়েয হবে না। যাকাত আদায় করার পর যা ইচ্ছা সম্পদ সঞ্চয় করা যাবে।শর্ত হল, হালাল ত্বরিকায় সঞ্চয় করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...