আছসালামু আ'লাইকুম
আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ ﷺ
এ কথাটি আমি আমার একটা পোস্টে লেখায় একজন বোন নিচের কথাগুলো বললেন,তাই সঠিক তথ্যটা জানতে চাচ্ছি
(রাসূল ﷺ কে উদ্দেশ্য করে এমন কোনো কথা বলা উচিত নয় যাতে মনে হয় যেন তিনি জীবিত এবং শুনছেন। তিনি ﷺ বার্জাখের জীবনে জীবিত, আমাদের প্রেরিত দুরুদ তাঁর নিকট পৌঁছানো হয় এটাও সত্য, এটার দলিল আছে। তবে এ ছাড়া অন্য কোনো কথার ব্যাপারে কোনো দলিল আসেনি। তাই ভালবাসি বা আমাদের পিতা মাতা আপনার প্রতি উৎসর্গিত হোক এইরকম কথা থেকে বিরত থাকা জরুরি।)
আমার প্রশ্ন হলো এই কথাটা কি বলা যাবে ?