বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
বর বা নববধূকে শরীরে হলুদ মাখার কথা হাদীসে পাওয়া যায়,যেমন হযরত জাবের রাযি এর কাপড়ে হলুদের দাগ দেখে রাসূলুল্লাহ সাঃ জিজ্ঞেস করলেন,হে জাবের! তুমি কি বিয়ে করেছ!
এ হলুদ মাখা ছিল,নিতান্তই নিজস্ব ব্যাপার বা নিজে নিজে মাখা।কিন্তু আমাদের সমাজে যে গায়ে হলুদ হয়,সেটা সম্পূর্ণ বিজাতীয় হিন্দুওয়ানি সংস্কৃতি। সুতরাং গান-বাজনা ছাড়া হলেও এমন অনুষ্টানের কোনো বৈধতা নাই।এটা সম্পূর্ণ নাজায়েয ও হারাম। হাদীস শরীফে এসেছে :
ﻣﻦ ﺃﺣﺪﺙ ﻓﻲ ﺃﻣﺮﻧﺎ ﻫﺬﺍ ﻣﺎ ﻟﻴﺲ ﻣﻨﻪ ﻓﻬﻮ ﺭﺩ ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ ﻭﻣﺴﻠﻢ ،
অনুবাদঃ যদি কেউ আমাদের মধ্যে কোনো(ধর্মীয়) নতুন জিনিষ সৃষ্টি করে তাহলে সে আমাদের মধ্য থেকে নয়।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/6154
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) বিয়ের আগে হলুদ বা মেহেদী প্রোগ্রাম করা যাবে না। তবে কোনো অনুষ্ঠানের আয়োজন না করে, ফ্রিমিক্সিং ও গানবাজনা পরিহার করে এ নিজেরা নিজেরা কনের গায়ে হলুদ মেখে দিলে অথবা পুরুষরা বরের গায়ে হলুদ মেখে দিলে কোনো সমস্যা হবে না।
(২) বিয়ের দিন হেজাব ও নিকাবের সাথে শাড়ি পড়া যাবে। শাড়ী পরিধানের সময় সতর ঢাকা রয়েছে কি না? সেদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে।
(৩) কেক কাটা যাবে। তবে পরিহার করাই উচিত। কেননা এতে অমুসলিমদের সাদৃশ্য হয়ে যেতে পারে।