আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
14 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (11 points)
আসসালামু আলাইকুম,,, আমি অনেক বড় পাপ করেছি।।ভ্রুন হত্যা করেছি।।আমার ২২সপ্তাহের সন্তান হত্যা করেছি।।বাচ্চার মাথায় পানি ছিল।।ব্রেন গঠন হয় নাই।জন্ম হলে ওর মাথা বড় হতো।।আলেম ওলামা নিষেধ  করেছিলেন।।কিন্তু ডাক্তারা কোন ভরসা দেন নাই।।বরং বলেছিলেন ১০মাস হলে আপনার সিজার লাগবে সিজার ছাড়া হবে না।।আমার কোন সন্তান নাই।।তাই এই বাচ্চা থাকবেও না তাই এই বাচ্চার জন্য সিজার করা উচিত হবে না।।এসব বলে বুজিয়েছেন।।আমি তারপরও জিজ্ঞাসা করেছি ওকে ভালো করার ১%ও চাঞ্জ আছে কিনা??উনারা বলেছেন না।।আমি আলেম ওলামাদের পরামর্শ না শুনে। ডাক্তারের কথায় এবোরশন করিয়ে ফেলেছি।।।আমি আরো একটা কাজ করেছিলাম এস্তেখারার নামাজ আদায় করেছিলাম।।।আমি স্বপ্নে দেখেছি ডাক্তার যে পরামর্শ দিয়েছেন তাই করতে বলা হয়েছে।।আর আমার মাথায় একটা চিন্তা ছিল যে আমি জীবিত থাকা কালীন বাচ্চাটার দেখাশুনা করবো।।আর আমি যদি মারা যাই ওর কি হবে।।।এখন আমি টানা দুই মাস রোজা রাখার নিয়ত করেছি।।মাসিকের সময় ছাড়া।।এরপরও আমি কোন ভাবে শান্তি পাচ্ছি না।।আল্লাহ তায়ালা এর কারনে মনে হয় আমাকে এখনো সন্তানও দিচ্ছেন না।।তবে আমি কি করলে আল্লাহর কাছে ক্ষমা পাবো??এর কাফফারা কি ভাবে দিবো???

1 Answer

0 votes
ago by (689,700 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যেহেতু চার মাসের পর গর্ভপাত করিয়েছেন, তাই এটা হারাম হয়েছে। এজন্য আপনার অবশ্যই গোনাহ হবে।
وفى ردالمحتارمع الدر:
"و یکره أن تسعی لإسقاط حملها، وجاز لعذر حیث لایتصور.

وفی الرد:(قوله: ویکره الخ) أي مطلقًا قبل التصور و بعد علی ما اختاره في الخانیة کما قد مناه قبیل الا ستبراء، وقال: إلا أنّها لاتأثم إثم القتل."(الدر مع الرد، قبیل کتاب إحیاء الموات، ج:6، ص:429، ط: سعيد)

وفیه أیضاً:
"ونقل عن الذخيرة لو أرادت الإلقاء قبل مضي زمن ينفخ فيه الروح هل يباح لها ذلك أم لا؟ اختلفوا فيه، وكان الفقيه علي بن موسى يقول: إنه يكره، فإن الماء بعدما وقع في الرحم مآله الحياة فيكون له حكم الحياة كما في بيضة صيد الحرم، ونحوه في الظهيرية قال ابن وهبان: فإباحة الإسقاط محمولة على حالة العذر، أو أنها لا تأثم إثم القتل."(كتاب النكاح، مطلب في حكم العزل، ج:3، ص:176، ط: سعيد)

وفى الفتاوى الهندية:
"والمرأة إذا ضربت بطن نفسها، أو شربت دواء لتطرح الولد متعمدة، أو عالجت فرجها حتى سقط الولد ضمن عاقلتها الغرة إن فعلت بغير إذن الزوج، وإن فعلت بإذنه لا يجب شيء كذا في الكافي."(كتاب الجنايات، ج:6، ص:35، ط:دارالفكر)

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/446


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

ago by (11 points)
আসসালামু আলাইকুম,, ওস্তাদ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো কিভাবে????কি ভাবে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন???টানা ২মাস রোজা রাখলে আল্লাহ ক্ষমা করবেন???মাসিকের সময় ছাড়া।।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...