আসসালামু আলাইকুম,,, আমি অনেক বড় পাপ করেছি।।ভ্রুন হত্যা করেছি।।আমার ২২সপ্তাহের সন্তান হত্যা করেছি।।বাচ্চার মাথায় পানি ছিল।।ব্রেন গঠন হয় নাই।জন্ম হলে ওর মাথা বড় হতো।।আলেম ওলামা নিষেধ করেছিলেন।।কিন্তু ডাক্তারা কোন ভরসা দেন নাই।।বরং বলেছিলেন ১০মাস হলে আপনার সিজার লাগবে সিজার ছাড়া হবে না।।আমার কোন সন্তান নাই।।তাই এই বাচ্চা থাকবেও না তাই এই বাচ্চার জন্য সিজার করা উচিত হবে না।।এসব বলে বুজিয়েছেন।।আমি তারপরও জিজ্ঞাসা করেছি ওকে ভালো করার ১%ও চাঞ্জ আছে কিনা??উনারা বলেছেন না।।আমি আলেম ওলামাদের পরামর্শ না শুনে। ডাক্তারের কথায় এবোরশন করিয়ে ফেলেছি।।।আমি আরো একটা কাজ করেছিলাম এস্তেখারার নামাজ আদায় করেছিলাম।।।আমি স্বপ্নে দেখেছি ডাক্তার যে পরামর্শ দিয়েছেন তাই করতে বলা হয়েছে।।আর আমার মাথায় একটা চিন্তা ছিল যে আমি জীবিত থাকা কালীন বাচ্চাটার দেখাশুনা করবো।।আর আমি যদি মারা যাই ওর কি হবে।।।এখন আমি টানা দুই মাস রোজা রাখার নিয়ত করেছি।।মাসিকের সময় ছাড়া।।এরপরও আমি কোন ভাবে শান্তি পাচ্ছি না।।আল্লাহ তায়ালা এর কারনে মনে হয় আমাকে এখনো সন্তানও দিচ্ছেন না।।তবে আমি কি করলে আল্লাহর কাছে ক্ষমা পাবো??এর কাফফারা কি ভাবে দিবো???