আসসালামু আলাইকুম।
১. মেয়েদের ক্ষেত্রে ক্বুরবানী কখন ওয়াজিব হয়? অবিবাহিত মেয়েদের উপর কী ক্বুরবানী ওয়াজিব হয় হলে কেমন সম্পদ থাকা লাগবে? বিস্তারিত জানতে চাই
২. আমি কয়েকদুন আগে স্বপ্নে দেখি আমি ঈদের জন্য কেনাকেটা করেছি কিছু অর্নামেটস এবং কসমেটিক। বাসায় এসে দেখি আমার বান্ধবী এবং তার সাথে একজন মেয়েকে নিয়ে আনাকে দেখতে এসেছে। ওরা যাওয়ার সময় আমি ওদেরকে আমার কেনা কসমেটিকস থেকে বান্ধবীর মেয়েকে হাদিয়া দেই। পরে ভাবছিলাম ওর সাথের মেয়েকে না দিলে হয়ত কষ্ট পাবে তাই ওকেও কিছু কসমেটিকস দেই।ওরা অনেক খুশি হয়ে চলে যায়। এরপর দেখি আমার মেজো বোন ঈদের জন্য কিছু কিনে নাই। তাই আমার কাছে অবশিষ্ট ২ টা কসমেটিকস ছিল। আমি ওকে দিব কী না ভাবতে ভাবতে বলি যাক দিয়েই দেই ও খুশি হোক ওর ঈদ ভালো কাটুক। এটা বলে দুইটাই ওকে দিয়ে দেই এবং বলি আপু ঈদ মুবারক। ও অনেক খুশি হয় এতে। এরপরই আমার ঘুম ভেঙে যায়।
৩. আজকে দেখি আমার কাজিনের এনিভার্সারি। ওরা ওদের এনিভার্সারিতে আবার বিয়ের মতো আয়োজন করেছ এবার তাই করেছে। এরপর দেখি বাড়ির দরজায় অনুষ্ঠান সেখানে অনেকেই নাচে মিউজিক এর সাথে, আমি রাগ করে চলে আসি গান বাজায় এজন্য।
★ বাসায় এসে দেখি গেস্ট এসেছুল।মা বলে যে দেখ সকালে তুই রান্নায় হেল্প না করলে বাসা না গুছালে মেহৃানদের সামনে লজ্জা পেতে হতো। ভালো করছিস সব করে রেখেছিস। আরও দেখেছি মনে নাই
এ স্বপ্নগুলোর ব্যাখ্যা কী হবে উস্তায?