আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ.....
১।২টা ছাগল বা গরু কিনে যদি অন্য কাউকে পালার জন্য দেয়... তারপর বছর শেষে তা বিক্রি করে ছাগল বা গরু কিনার টাকা রেখে বাকি টাকা ২জন ভাগ করে নিলে... সেই টাকা কি আমার জন্য হালাল হবে??
২।টিউশনের মধ্যে যদি কোনো কারণে স্টুডেন্ট ১০-১২ দিন পড়ে না...তখন অভিভাবক যদি সেই মাসের পুরো হাদিয়া আমাকে দেয়...... যে কয়দিন পড়ায় নাই সেই টাকা টা নেওয়া কি আমার জন্য জায়েজ হবে??
৩।বিয়ের জন্য যদি টাকা প্রয়োজন হয়, আর কেউ সুদ ছাড়া টাকা দিতে চাই না...... এখন কোনো উপায় না পেয়ে ব্যাংক বা কারো থেকে টাকা নিলে কি গোনাহগার হবো??