আমি AI (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে ব্যবসা শুরু করার উপর একটি বই লিখছি। বইটিতে কোন হারাম নেই। হারাম করার কোন আহ্বানও নেই। তবে আমি এই বইটি সাধারণ জনগণের কাছে বিক্রি করব, যাদের দ্বীন সম্পর্কে জ্ঞান নেই অথবা যারা কাফের। তারা হয়তো এই জ্ঞান দিয়ে হারাম ব্যবসা শুরু করতে পারে, আবার হালাল ব্যবসাও করতে পারে।
এই ক্ষেত্রে কি আমার জন্য বইটি বিক্রি করা জায়েজ হবে?