আমি কখন মৃত্যু বরণ করবো তা আমি জানি না আল্লাহ তায়ালা ভালো জানেন।
প্রশ্ন করার জন্য বা সত্যি ধরুন আমি আর বেশী দিন বাঁচবো না।
যেহেতু আমি বেশি দিন বাঁচবো না সেক্ষেত্রে আমার হাতে সময় কম আছে। ধরুন ৪-৫ মাস আছে।
এখন আমার প্রশ্ন হলো এই অল্প সময়ে কিভাবে নিজেকে পরকালের জন্য গুছিয়ে নিতে পারি বা পরকালে জান্নাত লাভের জন্য কি করতে পারি?