আসসালামু আলাইকুম। আমার এক জায়গায় বিয়ের কথাবার্তা চলতেছে ।দুই পরিবারই রাজি । আমি মোটামুটি ইসলামকে মেনে চলার চেষ্টা করি। নন মহরম মেনে চলি পর্দা করার চেষ্টা করি আমার ইচ্ছা একজন দ্বীনদার ছেলেকে বিয়ে করা যে ছেলের সাথে আমার কথাবার্তা চলতেছে তার মা অনেক দ্বীনদার কিন্তু ছেলের ব্যাপারে আমি খোঁজ নিয়ে জানতে পারি ছেলে ভার্সিটি লাইফে অনেক রিলেশনশিপে ছিল এবং তার মধ্যে ইসলামের কোন জ্ঞান নেই। নন মাহরাম মেনে চলেনি অন্য সাধারণ ছেলের মতই সব মেয়েদের সাথে ঘোরাফেরা করেছে বর্তমানে সে নামাজ কোরআন পড়ে এবং তার পরিবারের তথ্যমতে যে ইসলামকে জানার ও মেনে চলার চেষ্টা করতেছে এখন কিন্তু তার আগের তথ্যগুলো তার বন্ধুদের থেকে পাওয়ার পর আমার সেই ছেলেকে বিয়ের জন্য আগ্রহ পাচ্ছি না। শুনেছি সে যেনায়ও লিপ্ত ছিল। আল্লাহু আলাম। এলাকায় কেউ এসব জানেনা। তাদের মতে ছেলের ব্যবহার অনেক ভালো। মায়ের আনুগত্য করে।
দুই পরিবারই থেকে আমাকে বুঝাচ্ছে যে ছেলেকে দীনদারিতা শিখিয়ে নেওয়া যাবে। ছেলে এবং ছেলের পরিবার বলছে আমার পর্দায় ও দীন মানতে কোন অসুবিধা হবেনা।আমি আমার মত চলতে পারব। এখন হেদায়তের মালিক তো আল্লাহ। আমার কি এই ছেলেকে বিয়ে করা ঠিক হবে.?
আজকে উত্তর টা পেলে ভালো হতো।জাজকুমুল্লাহ খইরন।