১. আসসালামু আলাইকুম
আমার একটা বিষয় জানার ছিলো
BIBM এর পূর্ণরূপ হলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট (Bangladesh Institute of Bank Management).ইলেকট্রনিক ইন্জিনিয়ার এ প্রতিষ্ঠানে সিনিয়র এসিস্ট্যান্ট ইলেকট্রশিয়ান পদে চাকরী করেন
এটা কি জায়েজ হবে?
আমি আলিম কোর্স ২৪১২ ব্যাচ এর
২. আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!! আমার একজন পরিচিত কে একজন ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছিল। পরবর্তীতে তারা ইস্তেখারা করেন এবং ফলাফল পজেটিভ পেয়েছিল। তখন বিয়ে সম্ভব ছিল না। তবে তার বেশ কিছু দিন পরে মজার ছলে একজন আরেকজনকে হোয়াটসঅ্যাপে দুইজনেই কবুল কবুল কবুল বলেছিল। এবং এটা বলে দুষ্টুমি করেছিল এভাবে বিয়ে হয় না, অপরপক্ষ উত্তর দিয়েছিল এইজন্য ই তো কবুল বলেছেন। ঘটনা টা আরেকটু বিশ্লেষণ করে যদি বলি, ছেলেটা বলেছিল কবুল করে ফেলো।কবুল বলো। তো মেয়েটা জানে এইভাবে বিয়ে হয় না সে তিনবার কবুল লিখে, পরে ছেলেটা ও তিনবার কবুল লিখেছিল। এখানে কোনো তৃতীয় পক্ষ বা সাক্ষী ছিল না(তবে আল্লাহ যেহেতু সব দেখেন শুনেন, উনি তো অবশ্যই দেখেছেন)। শুধু কবুল বলতে বলা হয়েছিল এবং মেয়েটি বলেও ছিল। কোনো মোহরানা বা কিছু র প্রস্তাব দেয়া হয়নি। যাই হোক, আমি যতটুকু জানি হানাফি মাযহাব অনুযায়ী, বিয়ের ক্ষেত্রে ৪ টি মৌলিক শর্ত রয়েছে। ১. প্রাপ্তবয়স্ক হওয়া, ২. প্রস্তাব দেওয়া, ৩. প্রস্তাব গ্রহণ করা অর্থাৎ,কবুল করা, ৪. দুইজন প্রাপ্ত বয়স্ক সাক্ষী।
এক্ষেত্রে ঐদিনের ঘটনায় এটা কি কোনো বিয়ে হিসেবে গণ্য হবে? আমি রিসেন্ট শায়েখ আহমাদুল্লাহ হাফিযাহুল্লাহ ওনার একটা লেকচার শুনেছি, সেখানে উনি বলেছে, হাসির ছলে, মজা করেও কেউ যদি কবুল বলে এবং আরেকজন যদি সেটি গ্রহণ করেন ,তাহলে বিয়ে হয়ে যায়।
উল্লেখ্য ঘটনায় সাক্ষী ছিল না তবু মনে প্রশ্ন টি এসেছে এইটা কি বিয়ের আওতায় পড়ে? (ঘটনাটি প্রায় ৬/৭ মাস আগের)
যেই দুইজনের কথা বলেছি ওনারা দুইজনেই আলাদাই থাকেন, এবং যেহেতু ফ্যামিলি গত বিয়ে সম্ভব না এখনই তাই নিজেদের মধ্যে দূরত্ব ও রেখেছেন। তাদের মধ্যে প্রেম ঘটিত বা হারাম কোনো সম্পর্ক নেই। তবে মজার ছলে গত বেশ কয়েকমাস আগে এই কাজ টি করেছিল।
আমাকে ব্যাপারটি একটু ক্লিয়ার করলে মুনাসিব হতো।
জাযাকুমুল্লাহু খইরন!
৩. আসসালামু আলাইকুম।
১.অসুস্থতার (হায়েজ অবস্থায়) দিন গুলিতে কি করে বরই পাতার পানি বা রুকইয়ার পানি তৈরি করবো???যদি বানিয়ে দেয়ার মতো কেউ না থাকে??শুধু ফাতিহা, নাস,ফালাক,ইখলাস পড়লে হবে???সিহরের আয়াত গুলা কি অসুস্থ মেয়ে নিজে পড়তে পারবে???
২.যেসব আয়াত যা ঘুমানোর আগে পড়ি বাকারার শেষ দুই আয়াত,আলে ইমরান এর আয়াত আরো কিছু দুয়া আছে যা নিজের সুরক্ষার জন্য পড়তে হয় এগুলা কি এই দিন গুলায় পরা যাবে?
৪.