আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
18 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (17 points)
আসসালামু আলাইকুম ওয়া রহামতুল্লহি ওয়া বারকাতুহ.
১। জাওযের কোন পাশে ঘুমানো সুন্নাহ?
২। কুরবানি যদি এমন কারো সাথে দেয়া হয় যার ইনকাম হারাম তাহলে কুরবানি না হলেও গোশত খাওয়া হালাল হবে ইন শা আল্লহ?............................................................................................................................................................................................................................................................................................................................................................................

1 Answer

0 votes
ago by (681,630 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) স্ত্রীর স্বামীর কোন পার্শ্বে শয়ন করবে? এ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কুরআন হাদীসে কিছু বর্ণিত হয়নি। বরং সুযোগ সুবিধামত স্ত্রী স্বামীর যেকোনো পার্শ্বে শয়ন করতে পারবে। 

বিঃদ্রঃ
সহবাসের সময় ডান থেকে শুরু করা উত্তম। এ হিসেবে স্ত্রী যদি স্বামীর বাম দিকে শয়ন করে তাহলে ডান স্তন স্বামীর নিকটবর্তী থাকবে, তাই বলা যেতে পারে যে, স্ত্রী স্বামী বামদিকে শয়ন করবে। 


اس بارے میں شریعت سے کسی خاص طریقے کی پابندی منقول نہیں۔ یہ آدمی کی طبیعت و سہولت پر مبنی ہے، جس جانب شوہر مناسب سمجھے، بیوی کو سُلا سکتا ہے۔واللہ تعالیٰ اعلم
جواب نمبر: 176702
دارالافتاء،
دارالعلوم دیوبند
(২)
কুরবানি যদি এমন কারো সাথে দেয়া হয় যার ইনকাম হারাম, তাহলে কুরবানি না হলেও নিজ অংশের গোশত খাওয়া হালাল হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...