ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) স্ত্রীর স্বামীর কোন পার্শ্বে শয়ন করবে? এ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কুরআন হাদীসে কিছু বর্ণিত হয়নি। বরং সুযোগ সুবিধামত স্ত্রী স্বামীর যেকোনো পার্শ্বে শয়ন করতে পারবে।
বিঃদ্রঃ
সহবাসের সময় ডান থেকে শুরু করা উত্তম। এ হিসেবে স্ত্রী যদি স্বামীর বাম দিকে শয়ন করে তাহলে ডান স্তন স্বামীর নিকটবর্তী থাকবে, তাই বলা যেতে পারে যে, স্ত্রী স্বামী বামদিকে শয়ন করবে।
اس بارے میں شریعت سے کسی خاص طریقے کی پابندی منقول نہیں۔ یہ آدمی کی طبیعت و سہولت پر مبنی ہے، جس جانب شوہر مناسب سمجھے، بیوی کو سُلا سکتا ہے۔واللہ تعالیٰ اعلم
جواب نمبر: 176702
دارالافتاء،
دارالعلوم دیوبند
(২)
কুরবানি যদি এমন কারো সাথে দেয়া হয় যার ইনকাম হারাম, তাহলে কুরবানি না হলেও নিজ অংশের গোশত খাওয়া হালাল হবে।