আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু,
আমার একজন আত্মীয় ব্রাক এর reginal manager পোস্টে কর্মরত এবং সে মাইক্রোফিন্যান্সের সাথে যুক্ত।যেমন হাউজলোন দিয়ে থাকে তারা।
আমার প্রশ্ন হচ্ছে,
১)চাকরিটি হালাল কিনা?যদি না হয়-
২)উক্ত আত্মীয়ের এই চাকরির ক্ষেত্রে,প্রমোশনের জন্য আমার বাবা এক পরিচিত কলিগকে সুপারিশ করেছিলো।ব্রাকের হারাম ইস্যুটা মাথায় ছিলোনা।তার এই পদোন্নতিতে ভূমিকা রাখার দরুন আমার বাবার কোন গুনাহ হবে কিনা?
২)উক্ত আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়া বা খাওয়া ও উপহার গ্রহনের ব্যাপারে ফতোয়া কী হবে?