উভয় ঘটনাতেই ছেলে এবং মেয়ে এ্যাডাল্ট
১। ঘটনাটি এমন, মেয়ের পরিবার মেয়েকে নানা ভাবে অত্যাচার করে, অসুখ হলে ডাক্তার দেখায় না, দিনের পর দিন কথা বলেনা, বাজে ভাষায় গালি গালাজ করে, কাজ করলেই ভুল ধরে যাচ্ছে তাই শুনায় যেমন বিয়ের পর সংসার করতে পারবিনা, মেয়ের হাত খরচ দেয়না - বলে নিজে কিনে খাবার খাবি , ঘরের অন্য সদস্যদের সাথে মিথ্যে বলে সম্পর্ক খারাপ করে দেয়। দ্বীন পালনে সাহায্য করেনা এবং সব কিছু এমন পর্যায়ে যায় যে মেয়ে এক পর্যায় অসুস্থ হয়ে হসপিটাল ভর্তী হয় এবং একাকিত্বে মানুষীক অবস্থা অবনতিতে যায় - তা শরীরে বিভিন্ন জটিল রোগ হয়ে দাড়ায়। দিনের পর দিন সাইক্রিয়াটিষ্ট দেখাতে হয়। এবং পরিবারের মারফত বিয়ে করতে চাইলে তারা দ্বীন আগে প্রাধান্য না দিয়ে অন্য কিছুকে প্রাধান্য দেয়। তবে সেই পর্যায়ে কি মেয়ে অভিভাবক ছাড়া যদি দুইজন সাক্ষির সামনে অন্য কোন ছেলেকে কবুল করে তবে কি সেই বিবাহ সহিহ হবে?
২। যদি কারোর সাথে জিনা হয়ে যায়/ বার বার একে অপরের লজ্জাস্থানের কাছে যায়। এবং বিয়ের কথা বল্লেও বাসায় থেকে তাদের বিয়ের ব্যবস্থা না করে। এক্ষেত্রে কি তারা তওবা করে নিজেরাই অভিভাবক ছাড়া বিয়ে করতে পারবে? কারন যার সাথে এত কিছু হয়ে গেছে তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার জন্য নিজেকে মানানো আর সম্বভ হয়না এবং বিয়ে ছাড়া পাপাচার চলমান থাকে যেহেতু।