আসসালামু আলাইকুম।
আমাকে এই প্রশ্নের উত্তর দিয়ে একটু সাহায্য করেন। স্ত্রীকে হাতখরচ দেওয়ার ব্যাপারে ইসলাম কি বলে, সাংসারিক খরচ না কারন সেটা হাসবেন্ডই অলমোস্ট দেখেন এই ক্ষেত্রে? আর হাসবেন্ড যদি টাকা ধার নিয়ে আর না দেয় দেওয়ার কথা বলে, টাকা চাইলে সেটা নিয়ে অশান্তি শুরু হয় বা মাফ করে দেওয়ার কথা বলে বা কখনো গালাগালি করে, এই ক্ষেত্রে স্ত্রীর কি করা উচিত?
সে যখন টাকা নিয়েছিলো সে বলেছিলো তাকে মাসে মাসে সে হাতখরচের জন্য একটা অ্যামাউন্ট দেবে কিন্তু সেটা আজ ৮/৯ বছরে ২/৩ বার দিয়েছে কি দেয়নাই এমন। আর এখন টাকার কথা বললেই হয় সে গালাগালি করে নাহয় মাফ করে দিতে বলে। এই অবস্থায় স্ত্রী যদি মাঝে মাঝে কিছু টাকা না বলে নিয়ে জমায় আর তার অর্থনৈতিক ভাবে দূর্বল বোনকে মাঝে মাঝে সাহায্য করে, সেটা কি তার অন্যায় হবে? আর ওনার স্ত্রী এমন না যে সরাসরি টাকা সরায়। মাঝে মাঝে সংসারের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বেচে যাওয়া টাকা বা খুচরা টাকা গুলো নিয়ে কিংবা কিছু কেনার কথা বলে পরে সেটা আর না কিনে জমায়। এমন না যে একেবারে বড় রকম টাকা সে না বলে নিয়ে নেয়। আরো একটা বিষয়, স্ত্রীর কাছ থেকে যে টাকাটা নিয়েছিলো সেটা তার ভাইয়ের দেওয়া+বাবার জমি বিক্রয়ের টাকা। আর ওনাদের কোনো সন্তান নেই প্লাস সেই লোকের আগের পক্ষের সন্তান আছে একজন, যে দেশের বাইরে সেটেল্ড। আর যে টাকাটা দিয়ে সে তার বোন আর সন্তানদের সাহায্য করে, সেটা কি তাদের জন্য হারাম হবে? জানিনা পুরো সিচুয়েশনটা আমি বুঝাতে পেরেছি কিনা, আপনারা একটু পরামর্শ দেন।