ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যদি ব্যাংকের এমন কোনো সেক্টরের কাজ হয়,যাতে সুদী কাজে জড়িত হতে হয় না।যেমনঃ ড্রাইভার, ঝাড়ুদার, দারোয়ান, জায়েজ কারবারে বিনিয়োগ ইত্যাদি সেক্টর হয়,তাহলে যেহেতু এসবে সরাসরি সুদের সহায়তা নেই তাই এমন সেক্টরে কাজ করার সুযোগ অবশ্যই রয়েছে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/398
যদি এমন কেউ কাউকে কিছু হাদিয়া দেয়,যার অধিকাংশ সম্পত্তি হালাল,তাহলে সেই মালকে গ্রহণ করা নাজায়েয নয়।তবে যদি সে জানতে পারে যে,দাতা হারাম থেকে দিচ্ছে তাহলে এমতাবস্থায় সেটা জায়েয হবে না।আর যদি তার মালের অধিকাংশই হারাম থাকে,তাহলে এমন ব্যক্তির হাদিয়া গ্রহণ জায়েয হবে না।এমন ব্যক্তির ওখানে আহার করাও যাবে না, যতক্ষণ না সে হালাল খাবারের সংবাদ দিচ্ছে বা এটা বলছে যে,সে ধার করে নিয়ে এসে আহার করাচ্ছে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/৩৪২)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1900
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
আপনার বাবার কাজে সুদের কোনো প্রকার সম্পৃক্ততা রয়েছে কি না? সেটা যাচাই-বাছাই করে নিবেন। যদি সুদের সম্পৃক্ততা থাকে, আর আপনি সাবালক উপার্জনক্ষম হন, তাহলে বাবার হারাম মাল থেকে গ্রহণ করা জায়েয হবে না। আপনার মা যদি সহশিক্ষায় শিক্ষকতা করেন, তাহলে পর্দার খেলাফ চলাফেরার জন্য উনার অবশ্যই গোনাহ হবে তবে উনার ইনকাম হারাম হবে না। সুতরাং আপনি আপনার মায়ের ইনকাম থেকে নিজ খরচাপাতি পরিচালনা করতে পারবেন।
(২) আপনার বাবার কাজে যত পার্সেন্ট সুদ সম্পর্কিত হবে, তত পার্সেন্ট টাকাকে সদকাহ করতে হবে। এই টাকার ওয়ারিছ কেউ হবে না। আপনার মায়ের ইনকামের ওয়ারিছ আপনি হবেন।
(৩) বিয়ের সময় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য বাবার হারাম টাকা থেকে ফিন্যানশিয়াল সাপোর্ট নিতে পারবেন না।তবে হ্যা, মায়ের কাছ থেকে নিতে পারবেন।
মোটকথা, আপনার মায়ের ইনকাম হালাল। এবং বাবার কাজের যত পার্সেন্ট সুদ সম্পর্কিত হবে, তত পার্সেন্ট টাকা হারাম। আর সুদ সম্পৃক্ততা নেই, এমন কাজের ইনকাম হালাল হবে ইনশাআল্লাহ।