আসসালামু আলাইকুম
কাবিননামার ১৮ নং কলামে আমাকে কোনো অধিকার দেয়া হয়নি। কিন্তু পারিবারিক সমস্যা হওয়ার পরে আমিও আমার স্বামীর উপরে রাগ করে ছাড়তে বলতাম, কারণ আমাকে বাবার বাড়ি থেকে নেননা তাই। আর উনি কখনো আমাকে ছাড়ার নাম নিতেন না, এবং বলতেন তোমাকে অধিকার দেইনি। কিন্তু এইবার আমি খোলা তালাক দিলাম এই কথা বলার ২ মাস আগে থেকে উনি আমাকে অনেকবার পারমিশন দিছেন যে আমি উনাকে ছেড়ে যেতে বা তালাক দিতে পারবো কিংবা খোলা তালাক দিতে পারবো। - ঠিক এইভাবেই বলছেন।
তো ২ মাস আগে আমার স্বামীর ফ্যামিলি থেকে প্রবলেম ছিলো। উনার ফ্যামিলির কথা শুনে উনার বড় ভাই বিদেশে আমার স্বামীর রেস্টুরেন্টেই উনাকে আটকে ফেলছিলো আর হুমকি দিচ্ছিলো। তারা ২ ভাই একই দেশে থাকেন। ওইদিন ওই পরিস্থিতি থেকে উনি রাগ করে আমাকে ছেড়ে দিতে বলেছেন কয়েকবার উনার ভাইয়ের সামনে আবার ফোনে আমাকে একাও বলেছেন যে তুমি আমাকে ছেড়ে দাও, খোলা তালাক দাও। আমার এই কথাগুলো একদম পছন্দ হয়নি।
তাই আমিও রাগে বলেছিলাম যে- "বার বার যখন বলতেছেন ছেড়ে দিতে তাহলে আমি খোলা তালাক দিলাম", আর আমার স্বামী উত্তর দিছেন- " আমি গ্রহণ করলাম"।
এতে কি আমি নিজের উপরে তালাক নিয়ে নিছি। মানে তালাক হয়ে গেছে নাকি?