আসসালামু আলাইকুম, আমার ভাইয়ের একটি মেয়েকে পছন্দ করে। মেয়েটাও আমার ভাইকে পছন্দ করে। দ্বীনের বুঝ আসার পর দুজনে যোগাযোগ অফ রেখেছে দীর্ঘদিন । এখন আমরা বিয়ে করাতে চাচ্ছি মেয়ের পরিবার রাজি না। মেয়ের অভিভাবক ছাড়া বিয়েটা বৈধ হবে? মেয়ের খালা খালুর সম্মতি আছে শুধু মেয়ের মা বাবা রাজি হচ্ছে না। কুফুর মিল ৯০%, আমাদের একটু কমতি আছে। দ্বীনের জন্য, নফস যাতে গুনাহে না জড়ায় এজন্য তারা বিবাহ্ করতে চাচ্ছে? আমরা কি মেয়েটাকে বিয়ে করাতে পারবো? মেয়ের পূর্ণ সম্মতি আছে