আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, হযরত।
আশা করছি, আপনি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি সালাত বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পেশ করছি, যেগুলোর উত্তর জানা আমার জন্য খুবই প্রয়োজনীয়। দয়া করে কুরআন-সুন্নাহ ও ফিকহের আলোকে আমার জিজ্ঞাসাগুলোর সঠিক দিকনির্দেশনা প্রদান করলে আমি কৃতজ্ঞ থাকব। যেন আমি ইবাদতকে আরও সুন্দর, সহীহ এবং মজবুতভাবে আদায় করতে পারি এবং ইন শা আল্লাহ, এর মাধ্যমে পরকালে নাজাত লাভ করতে পারি।
❖ জায়নামাজ সংক্রান্তঃ
১. নামাজের সময় যদি পা দিয়ে জায়নামাজ ঠিক করে নিই বা সিজদার জায়গায় পা লাগে/পা দিয়ে সামান্য ঠেলে নিই — এতে কি কোনো গুনাহ হবে? এভাবে করা কি অনুচিত?
২. অনেকে নামাজ শেষে জায়নামাজে হাত দিয়ে চুমু দেন। এই আমলের কোনো ফজিলত আছে কি? শরীয়তের দৃষ্টিতে এটি কীভাবে বিবেচিত হবে?
❖ নামাজের সময় ও অন্যান্য পরিস্থিতি
১. কখনো কখনো জামাতে মাগরিবের সালাত আদায় করা সম্ভব হয় না। তখন একাকী আদায় করতে হয়। অনেকেই বলেন মাগরিবের সময় খুব কম, দ্রুত আদায় করতে হয়। কিন্তু সময় তো রাত ৮টার কাছাকাছি পর্যন্ত পাওয়া যায়। এই বিষয়ে শরীয়তের নির্ভরযোগ্য ব্যাখ্যা চাই। মাগরিবের প্রকৃত সময়সীমা কতটুকু?
২. একদিন বিতরের সালাতে আমার স্ত্রী ভুলক্রমে ২ রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলেন। পরে ১ রাকাত পড়ে সালাত শেষ করেন। এইভাবে তাঁর বিতরের সালাত আদায় হয়েছে কি? না কি পুনরায় আদায় করতে হবে?
৩. কেউ নামাজ আদায় করতে করতে যদি ওয়াক্ত শেষ হয়ে যায়, তখন তার করণীয় কী? ওই সালাত কি সহীহ হবে, নাকি তা পুনরায় আদায় করতে হবে?
৪. ঘরে জামাতে নামাজ আদায়ের সঠিক নিয়ম জানতে চাই। বিশেষ করে
যদি কেবল ২ জন (ইমাম ও একজন মুকতাদি) হয়, তাহলে কিভাবে কাতার করতে হবে?
যদি ২ জনের বেশি হয়, তাহলে কিভাবে কাতার গঠন করতে হবে?
যাযাকুমুল্লাহু খাইরান।
আল্লাহ তায়ালা আপনাকে উত্তম প্রতিদান দিন। আমাদের সকলকে সহীহ ইলমের আলোতে জীবন পরিচালনার তাওফিক দিন এবং ইহকাল ও পরকালে সফলতা দান করুন। (আমিন)